Bartaman Patrika
সম্পাদকীয়
 

যন্ত্রণা-বিদ্ধ ‘মুখোশ’

৫৬ ইঞ্চি ছাতি যন্ত্রণাবিদ্ধ হতে সময় নিলেন ৭৮ দিন! তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তেরঙ্গা পতাকার নীচে থাকা দেশের উত্তর-পূর্বের ছোট্ট রাজ্য মণিপুর জ্বলছে আড়াই মাসের বেশি সময় ধরে। দুই জনজাতি সম্প্রদায়ের রক্তক্ষয়ী লড়াইয়ের শিকার শত শত মহিলার ইজ্জত ধুলোয় মিশে গিয়েছে। এসব দেখে-শুনে-বুঝেও তাঁর বিবেক এতদিন ঘুমিয়ে ছিল! অবশেষে তাঁর বিবেক জাগ্রত করতে দুই নগ্ন মহিলার হেঁটে যাওয়ার ভিডিও ভাইরাল হতে হল! একদল উন্মত্ত জনতা আর সশস্ত্র পুলিসের সামনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দুই বিবস্ত্র নারী—৭৮ দিন আগের এই ঘটনার ভিডিও হাওয়ার গতিতে ছড়িয়ে পড়তেই শেষমেশ যন্ত্রণাবিদ্ধ হয়ে তাঁর ব্যথা ও ক্ষোভের কথা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিরিশ সেকেন্ড ধরে বলেছেন, দেশের ১৪০ কোটি মানুষের মতো তিনিও এই ঘটনায় লজ্জিত। এ বড় কম কথা নয়! কারণ গত দু-তিন মাস ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কারণে তিনি একাধিক বিদেশ সফরে ব্যস্ত থেকেছেন। এরই মধ্যে সময় বের করে বিভিন্ন রাজ্যে প্রকল্প শিলান্যাস ও উদ্বোধন করতে ছুটে বেড়িয়েছেন। ২৪-এর ভোটের কথা মাথায় রেখে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মতামত দিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন। বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের পাল্টা এনডিএ-কে চাঙ্গা করতে বৈঠকও করেছেন। আবার বিরোধীদের ‘দুর্নীতিগ্রস্ত’ বলে ভাষণও দিয়েছেন! এসব করতে সময় পেলেও মণিপুর নিয়ে মৌনই ছিলেন। অর্থাৎ তাঁর এই ‘গুরুত্বপূর্ণ’ কাজের তালিকায় মণিপুর জায়গা পায়নি। পেলে নিশ্চয় আরও আগেই তাঁকে লজ্জা পেতে দেখত দেশবাসী। বিরোধীরা দাবি করেছে, মণিপুরে গণধর্ষণের ঘটনা নিয়ে সংসদে বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রীকে। সঙ্গত দাবি। ঘটনা হল, ভাইরাল হওয়া ভিডিও নিয়ে দু-চার কথা বললেও ডাবল ইঞ্জিন রাজ্য মণিপুরের রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে একটি শব্দও খরচ করেননি মোদি। এখনও বিরোধীদের দাবি তিনি মানবেন, এমন কথাও জোর দিয়ে বলা যাচ্ছে না।
আসলে মনে হয়, ওই অমানবিক বর্বরোচিত ঘটনায় দেশবাসী লজ্জিত হলেও প্রধানমন্ত্রী কোনও লজ্জাই পাননি। সবটাই তাঁর রাজনীতির মুখোশ। মোদি জমানায় একের পর এক নারী নির্যাতনের উদাহরণ সামনে আনলেই তাঁর সরকারের আসল চেহারাটা বেআব্রু হবে। যেমন তাঁর মুখ্যমন্ত্রিত্বকালে ২০০২ সালে গুজরাতে গোধরা হিংসার সময়ে বিলকিস বানো গর্ণধর্ষণের ঘটনার কথাই ধরা যাক। গত বিধানসভা ভোটের আগে সেখানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়া হয়। সেই অভিযুক্তদের অনেককে বীরের সংবর্ধনা দেয় গেরুয়া শিবির। তা নিয়ে কড়া সমালোচনাও হয়। কিংবা বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের কথাই ধরা যাক। উত্তরপ্রদেশের এই বাহুবলী সাংসদের বিরুদ্ধে দেশের পদকজয়ী একাধিক মহিলা কুস্তিগির নিগ্রহের অভিযোগ এনেছেন। কিন্তু অমিত শাহের দিল্লি পুলিস আদালতে ব্রিজভূষণের জামিনের আবেদনের বিরোধিতা করেনি। ফলে নারীনিগ্রহের দায়ে অভিযুক্ত এই গেরুয়া সাংসদ হাসিমুখে জামিন নিয়ে আদালত ছাড়েন। এসব ঘটনা থেকেই প্রশ্ন ওঠে, নারীসুরক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর ভাবগম্ভীর বক্তব্য আদৌ আন্তরিক ও বিশ্বাসযোগ্য কি? একইভাবে মণিপুরের ভিডিও ভাইরাল হয়ে মুখ না পোড়ালে তিনি মৌনীবাবা হয়েই থাকতেন বলে মনে করে বিরোধীরা। আরও উদ্বেগের ঘটনা হল, মণিপুরের মুখ্যমন্ত্রী বলেছেন, এমন ঘটনা শ’য়ে শ’য়ে ঘটছে! আশার কথা যে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চও এই ঘটনা নিয়ে মণিপুর ও কেন্দ্রীয় সরকারকে কড়া বার্তা দিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে। প্রধান বিচারপতি বলেছেন, মণিপুরের ঘটনা সার্বিকভাবে সংবিধানিক ব্যর্থতার ছবি। তাই হয়তো ঘটনার ৭৮ দিন পর প্রধানমন্ত্রীর এমন দুঃখ ও ‘রাগের’ কুনাট্য দেখল দেশবাসী। দেখল রাজনীতিও। মণিপুরের ঘটনার প্রেক্ষিতে তিনি টানলেন এমন দুটি রাজ্যের প্রসঙ্গ, যেখানে ক্ষমতাসীন কংগ্রেস। বিস্ময়করভাবে টানলেন না নারীনির্যাতনে শীর্ষস্থানীয় বিজেপি-শাসিত রাজ্যের প্রসঙ্গ।
আড়াই মাস ধরে মণিপুরে কোনও আইনের শাসন নেই। অন্তত ২০০ জন মৃত, ৬০ হাজার মানুষ ঘরছাড়া। আহত অনেক। দুই জনজাতির এই লড়াইয়ে খোদ মুখ্যমন্ত্রী ও পুলিসের পরোক্ষে উস্কানি রয়েছে বলে মারাত্মক অভিযোগ উঠেছে। বস্তুত, রাষ্ট্রপতি শাসনের অনুকূল পরিস্থিতিই সেখানে। তবু বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছেন বহাল তবিয়তে! আর তাঁর জমানায় ক্রমবর্ধমান ন্যক্কারজনক ঘটনার জন্য ব্যর্থতার দায় স্বীকার দূর অস্ত, মণিপুরের সংঘর্ষ নিয়ে একটি শব্দও ব্যয় করেননি দেশের প্রধানমন্ত্রীও! কিন্তু শেষপর্যন্ত কি তিনি মুখ বুজে থাকতে পারবেন? বিরোধীদের সদ্য গঠিত মহাজোট ‘ইন্ডিয়া’ সংসদে প্রধানমন্ত্রীর মুখ খোলার দাবিতে একযোগে সবর হয়েছে। মণিপুর নিয়ে দেশ ও আন্তর্জাতিক মহলের চাপ রয়েছে। ভাইরাল ভিডিও-তে এক নির্যাতিতা তরুণীর দাবি, উন্মত্ত জনতার হাতে পুলিসই তাঁদের তুলে দিয়েছে এবং পরে দূরে দাঁড়িয়ে মজা দেখেছে! তাই দায় এড়াতেই কি মৌনতা ভেঙে শেষে মুখ খুলতে হল প্রধানমন্ত্রীকে?
যুগসন্ধিক্ষণে শহিদ দিবস

১৯৯৩ সালের ২১ জুলা‌ই কলকাতায় পুলিসের গুলিতে ১৩ জন কংগ্রেস কর্মী নিহত হন। মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী। তাঁর গণসংগঠনই সেদিন এক প্রতিবাদ আন্দোলনের ডাক দেয়। গ্রাম দিয়ে মহানগর ঘিরে ফেলেছিলেন সেদিন যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা। বিশদ

21st  July, 2023
ইন্ডিয়াতঙ্কে মোদিতন্ত্র 

ভয় কতটা পান ‘বাংলার বাঘিনী’-কে সেটা দেশ দেখেছে দু’হাজার একুশে নেতাদের কলকাতায় ডেইলি প্যাসেঞ্জারির মধ্যে।
বিশদ

20th  July, 2023
ঋণমুক্তির রাজনীতি

হীরক রাজ্যের কৃষক-প্রজা ফজলে মিয়াঁর আর্জি ছিল, ‘মহারাজ, আপনিই আমাদের মা-বাপ। একটু বিবেচনা করুন। নইলে তো না খেতে পেয়ে মরে যাব।’ বিবেচনা করে রাজা নিদান দিয়েছিলেন, ‘ভরপেট নাও খাই, রাজকর দেওয়া চাই!’ বিশদ

19th  July, 2023
এক সুরে ঐক্যে শান

হাতি কি কাদায় পড়েছে? বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকের দিন ঘোষণার পর বিজেপির তৎপরতা দেখে তেমনটা মনে হওয়াই স্বাভাবিক। ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপিকে হারাতে একযোগে লড়াইয়ের বার্তা দিয়েছে বিরোধী দলগুলি। বিশদ

18th  July, 2023
বিজেপির বিলম্বিত বোধোদয়

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে বিজেপির ভরাডুবি হয়েছে। গেরুয়া বাহিনী যে মুখ থুবড়ে পড়বে, এটা সবা‌ই জানত, জানত না কেবল বিজেপি।
বিশদ

17th  July, 2023
মামা বাড়ির আবদার!

একজন বলছেন, পঞ্চায়েত ভোটে বিজেপি চমৎকার ফল করেছে। আগের বারের চেয়ে দ্বিগুণ আসন জিতেছে। তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিশদ

16th  July, 2023
বিজ্ঞাপনই ভরসা

হাতে সময় কম। মাত্র কয়েক মাস। আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে লোকসভার ভোট হয়ে যেতে পারে। সেই ভোটে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদিকে জেতাতে কোমর বেঁধে নামছে পদ্মশিবির। কিন্তু ভোটে জিততে গেলে তো ‘পুঁজি’ দরকার। এই পুঁজি মানে কাজ। বিশদ

15th  July, 2023
লড়াই ‘আসল বিরোধী’ নির্ধারণের

মাঝে অল্প সময়ের জন্য রাইটার্সের দখল নিয়েছিল যুক্তফ্রন্টের একাধিক সরকার। ওই পর্ব বাদ দিলে স্বাধীনতার পর থেকে ১৯৭৭ পর্যন্ত পশ্চিমবঙ্গের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন কংগ্রেস নেতারা। ২১ জুন, ১৯৭৭ থেকে ১৩ মে, ২০১১ পর্যন্ত ‘বঙ্গেশ্বর’ ছিলেন সিপিএমের জ্যোতি বসু ও তাঁর উত্তরসূরি বুদ্ধদেব ভট্টাচার্য। বিশদ

14th  July, 2023
গ্রাম চায় উন্নয়ন সহযোগীদের

পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত নির্বাচনে আসন বিন্যাস ছিল এইরকম—জেলা পরিষদে ৯২৮টি, পঞ্চায়েত সমিতিতে ৯,৭৩০টি এবং গ্রাম পঞ্চায়েতে ৬৩,২২৯টি। মনোনয়ন পর্ব থেকেই গ্রাম বাংলা তপ্ত তাওয়ার মতোই হয়ে ওঠে। বিতর্ক, আইনি লড়াই থেকে সংঘর্ষ বাদ যায়নি কিছুই। বিশদ

13th  July, 2023
গ্রাম বাংলার অটুট ভরসা

অবশেষে বাংলা পার করল তিনটি গুরুত্বপূর্ণ দিন। শনিবার (৮ জুলাই) অনুষ্ঠিত হল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হল সোমবার (১০ জুলাই)। মঙ্গলবার (১১ জুলাই) হল ভোটগণনা ও ফলাফল ঘোষণা। বিশদ

12th  July, 2023
অত্যাচারীরাই রক্ষাকারী!

একটি বাংলা গান একদা খুব জনপ্রিয় হয়েছিল। ‘একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে’। বিজেপি, আরএসএসের সংখ্যালঘু-বিদ্বেষ, ঘৃণা কোনও নতুন তথ্য নয়। তবু তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে সেই সংখ্যালঘুদের মন জয়ের কৌশল নিয়েছে গেরুয়া শিবির। বিশদ

11th  July, 2023
উলুখাগড়ার ভূমিকা

অবশেষে শনিবার সম্পন্ন হল পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটগ্রহণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় এটি তৃতীয় পঞ্চায়েত নির্বাচন। তৃণমূল আমলে প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় ২০১৩ সালে। সেবারের নির্বাচন খবরের শিরোনামে এসেছিল রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের সঙ্গে রাইটার্সের বেনজির সংঘাতকে কেন্দ্র করে। বিশদ

10th  July, 2023
বাহিনী আকালের দায় কার?

যা আশা করা হয়েছিল, তা হয়নি। যা আশঙ্কা করা হয়েছিল, তাই হয়েছে। প্রায় এক মাস ধরে প্রচারযুদ্ধে প্রাণহানি, রক্তপাত, বোমা-গুলির লড়াইয়ের যে বিক্ষিপ্ত ছবি দেখা গিয়েছে, শনিবার গ্রাম বাংলার ভোটের দিনও তার ব্যতিক্রম ঘটল না।
বিশদ

09th  July, 2023
কুস্তি ছেড়ে দোস্তি হোক

ভোট এলে হিংসা হবে, পশ্চিমবঙ্গের ললাটলিখনে এই সত্যটা যেন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। অনেকটা কান টানলে মাথা আসার মতো। আজ, শনিবার গ্রামবাংলার ভোট। ত্রিস্তর পঞ্চায়েতে প্রায় সাড়ে ৭৩ হাজার প্রার্থীকে নির্বাচিত করতে প্রায় ৬২ হাজার বুথে ভোট দেবেন গ্রামের মানুষ। বিশদ

08th  July, 2023
কটাক্ষ কর্তব্যকালকে  

জন্ম থেকে মৃত্যু—এই পুরো পর্বের নাম জীবনযুদ্ধ। অর্থাৎ মানুষকে লড়াই করতে হয় তার মতো করে এবং পদে পদে। ভয় শুধু বাঘ সিংহ সাপের নয়, গাড়ি চাপা পড়া, চোর-দস্যু, ঝড় কিংবা বজ্রাঘাতের নয়, সামান্য সর্দিকাশি থেকে জীবনঘাতী রোগব্যাধিরও—বরং নানা সময়ে সবকিছুর। বিশদ

07th  July, 2023
মানুষের পঞ্চায়েত

ভারতের যাবতীয় শক্তির উৎস তার গ্রামগুলি। তাই গান্ধীজি গ্রাম স্বরাজের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছিলেন। সারা দেশের মধ্যে গ্রামের গুরুত্ব বাংলাতেই সবচেয়ে বেশি। কারণ একুশ শতকের তৃতীয় দশকে পৌঁছেও কৃষিনির্ভরতা থেকে বেরতে পারেনি আমাদের রাজ্য। বিশদ

06th  July, 2023
একনজরে
জমি বিতর্কে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছিলেন মার্কিন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ ইউজিন স্টিগলিটস। সেই খবর প্রকাশিত হতেই বুদ্ধিজীবীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে শুক্রবার বিবৃতি দিলেন বিশ্বভারতী ...

পঞ্চায়েত নির্বাচনে লাগামহীন সন্ত্রাস ও ভোট লুটের প্রতিবাদে বিজেপির বিডিও অফিস ঘেরাও অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায়। শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগের বিভিন্ন বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি কর্মী সমর্থকরা।  ...

এমার্জিং এশিয়া কাপে ভারতীয় ‘এ’ দলের দুরন্ত ফর্ম অব্যাহত। শুক্রবার সেমি-ফাইনালে বাংলাদেশকে ৫১ রানে হারিয়ে ফাইনালে উঠলেন যশ ধুলরা। টস হেরে প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া তোলে ২১১ ...

বৃষ্টি থেকে এখনই নিস্তার নেই। আজ, শনিবারও বাণিজ্যনগরী মুম্বইয়ে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আগামী দু’-তিনদিন থানে, রায়গড়, পুনে ও পালঘরেও লাগাতার ভারী বৃষ্টির ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক ধর্মকর্ম পালনে সক্রিয় অংশ গ্রহণ। সন্তানের কর্মসাফল্যে গর্ব। গবেষণায় অগ্রগতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৪: সাহিত্যিক প্যারীচাঁদ মিত্রের জন্ম
১৮৪৭: সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম
১৯১২: ইংল্যান্ডে ইন্ডিয়া সোসাইটি কর্তৃক রবীন্দ্রনাথের সংবর্ধনা
১৯১৮: প্রথম ভারতীয় যুদ্ধবিমানের পাইলট ইন্দ্রলাল রায়ের মৃত্যু (প্রথম বিশ্বযুদ্ধে)
১৯২২: বিশিষ্ট লোকগীতি গায়ক নির্মলেন্দু চৌধুরীর জন্ম
১৯২৩: অভিনেত্রী সুমিত্রা দেবীর জন্ম, যিনি অভিনয় দিয়ে বাংলা আর হিন্দি উভয় চলচ্চিত্রকেই সমৃদ্ধ করেছেন
১৯২৩: সঙ্গীতশিল্পী মুকেশের জন্ম
১৯৪৬ : ব্রিটেনে পাওরুটির রেশন চালু
১৯৪৭: ভারতের গণ পরিষদে তেরঙা ভারতের জাতীয় পতাকা বা রাষ্ট্রীয় ধ্বজা হিসাবে গৃহীত হয়
১৯৪৮: চিত্রশিল্পী হেমেন্দ্র মজুমদারের মৃত্যু
১৯৭০: রাজনীতিবিদ দেবেন্দ্র ফড়নবিশের জন্ম
১৯৭৯: অভিনেত্রী মান্যতা দত্তর জন্ম
১৯৮৬: অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর মৃত্যু
১৯৯৮: নাট্য সম্রাজ্ঞী সরযূবালা দেবীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.২০ টাকা ৮২.৯৪ টাকা
পাউন্ড ১০৩.৬৯ টাকা ১০৭.২৩ টাকা
ইউরো ৮৯.৭৩ টাকা ৯২.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৯,৮৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬০,১৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,২০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭৪,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭৪,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ শ্রাবণ, ১৪৩০, শনিবার, ২২ জুলাই ২০২৩। চতুর্থী দিবা ৯/২৭। পূর্বফল্গুনী নক্ষত্র অপঃ ৪/৫৯ সূর্যোদয় ৫/৭/১৮, সূর্যাস্ত ৬/১৮/৩৬। অমৃতযোগ দিবা ৯/৩১ গতে ১/২ মধ্যে।  রাত্রি ৮/২৮ গতে ১০/৩৮ মধ্যে পুনঃ ১২/৫ গতে ১/৩১ মধ্যে পুনঃ ২/১৪ গতে ৩/৪১ মধ্যে। বারবেলা ৬/২৬ মধ্যে পুনঃ ১/২২ গতে ৩/১ পুনঃ ৪/৪০ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৪০ মধ্যে পুনঃ ৩/৪৬  গতে উদয়াবধি। 
৫ শ্রাবণ, ১৪৩০, শনিবার, ২২ জুলাই ২০২৩। চতুর্থী দিবা ৬/৩২। পূর্বফল্গুনীনক্ষত্র দিবা ৩/৬ । সূর্যোদয় ৫/৬, সূর্যাস্ত ৬/২২। অমৃতযোগ দিবা ৯/৩৩ গতে ১২/৫৯ মধ্যে এবং রাত্রি ৮/২২ গতে ১০/৩৫ মধ্যে ও ১২/৪ গতে ১/৩৪ মধ্যে ও ২/১৭ গতে ৩/৪৬ মধ্যে। কালবেলা ৬/৪৫ মধ্যে ও ১/২৩ গতে ৩/৩ মধ্যে ও ৪/৪২ গতে ৬/২২ মধ্যে। কালরাত্রি ৭/৪২ মধ্যে ৩/৪৫ গতে ৫/৬ মধ্যে।  
২ মহরম

ছবি সংবাদ

এই মুহূর্তে
মণিপুর ইস্যু নিয়ে রাজ্য বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার সম্ভাবনা
মণিপুর ইস্যু নিয়ে নিন্দা প্রস্তাব আনা হতে পারে রাজ্য বিধানসভায়। ...বিশদ

04:33:00 PM

মেসিকে টপকে শীর্ষে রোনাল্ডো
লিও মেসিকে টপকে গেলেন ক্রিশ্চিয়ানা রোনাল্ডো। ইনস্টাগ্রাম পোস্টে এই মুহূর্তে ...বিশদ

03:50:07 PM

বোর্ড ঝুলিয়ে বিপাকে
‘দলিতদের মন্দিরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ।’ নিজের জমিতে নির্মিত মন্দিরে এমন ...বিশদ

03:18:24 PM

২৪ জুলাই থেকে রাজ্য বিধানসভায় অধিবেশন
আগামী ২৪ জুলাই, সোমবার থেকে রাজ্য বিধানসভায় অধিবেশন বসছে। সেই ...বিশদ

02:58:24 PM

উত্তরাখণ্ডে পথ দুর্ঘটনায় মৃত ১, জখম ২৪
উত্তরাখণ্ডে পথ দুর্ঘটনায় মৃত ১ শ্রমিক। গুরুতর জখম ২৪। আজ, ...বিশদ

02:53:21 PM

রাস্তায় গোরু, শাস্তি
বাড়ির গবাদি পশু রাস্তায় ঘুরলে জুতোপেটা করা হবে মালিককে। দিতে ...বিশদ

02:13:20 PM