Bartaman Patrika
হ য ব র ল
 

ভগবান আছেন
সাবিনা ইয়াসমিন রিঙ্কু

সোমু যেটা ভেবেছিল, সেটা হল না। বাচ্চু বলল, ‘আমাদের বাড়িতে নিয়ে যাওয়া অসম্ভব। মা আমাকে মেরে ফেলবে। পাশের বুলু কাকিমার মেনিটা প্রায়ই জানলা দিয়ে আমাদের রান্নাঘরে ঢুকে পড়ে আর খাবারে মুখ দেয়। মায়ের একদম বেড়ালের প্রতি ধারণা ভালো না।’
—জানলা বন্ধ করে রাখলেই হয়!
সোমুর কথায় উত্তেজিত হয়ে বাচ্চু বলল, ‘ছোট্ট রান্নাঘর। জানলা বন্ধ করে রাখলে মায়ের দমবন্ধ হয়ে যাবে না! তার চেয়ে চল দোলা আন্টির ফ্ল্যাটে যাই। সেদিন রাস্তায় তেলকালি মাখা কান কাটা হুলোটাকে খুব আদর করছিল আন্টি। গায়ে হাত বুলিয়ে বলছিল সুইট বেবি। ইউ আর সো কিউট।’
সোমু ভরসা পেল একটু। বলল, ‘তাহলে চল আগে গিয়ে আন্টির সঙ্গে কথা বলি।’
আন্টির বাড়ি এই গলির একেবারে পিছনের দিকে।  মাঠের পাশেই একটা অভিজাত আবাসন পর্ণশ্রী, সেখানেই একটা ফ্ল্যাটে দোলা 
আন্টি থাকে।
ফ্ল্যাটের বেল বাজাতে দোলা আন্টিই দরজা খুলে দিল।
ঘরের ভেতরটা খুব সুন্দর। দারুণ সাজানো। সোমুর কেন জানি না মনে হল দোলা আন্টি কিছুতেই বেড়াল বাচ্চা নেবে না। বাচ্চুটা বেশ স্মার্ট। চট করে কাজের কথায় এল। 
‘আন্টি, সোমুদের গ্যারেজে বেড়ালের দুটো কিউট বাচ্চা হয়েছে।’ ‘কিউট’ কথাটার উপরে যতটা পারা যায় জোর দিল বাচ্চু। ‘গায়ের রং তুলোর মতো সাদা। মাঝেমাঝে কালোর ছিটেফোঁটা আছে।’
—ওমা! সো কিউট!
—হ্যাঁ, আন্টি খুবই কিউট। আপনি ছানা দুটোকে পুষবেন? আপনি রাজি থাকলে আমরা এক্ষুনি বাচ্চা দুটোকে এনে দেব।
—ওহ্ মাই গড! আমি কীভাবে নেব সোনা! মর্নিংয়ে অফিস বেরিয়ে যাই, ফিরি সেই সন্ধেবেলা। কে দেখবে ওদের? বেবিদের অনেক যত্ন দরকার। বুঝলে সোনারা!
আন্টি অফিস যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দেখেই বুঝতে পারল ওরা। বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখল আন্টি একটা সুন্দর প্লেটে অনেকরকমের বিস্কুট আর সন্দেশ এনে চমৎকার কাঠের কাজ করা টেবিলটার উপরে রাখল। ‘এগুলো খেয়ে নাও সোনারা। কোন ক্লাসে 
পড় তোমরা?’
বাচ্চু বলল, ‘আমরা দু’জনেই ক্লাস সিক্সে পড়ি। আমরা খুব ভালো বন্ধু।’ শেষের কথাটা বলার প্রয়োজন ছিল না। তবুও আপনা থেকেই বেরিয়ে এল। সত্যিই তো ওরা খুব ভালো বন্ধু। একসঙ্গে স্কুল যায়, একসঙ্গে ফেরে। মাঠে ফুটবল, ক্রিকেট খেলতেও একইসঙ্গে যায়। দুর্গাপুজোর সময় প্রতি বছর আশপাশের ঠাকুরগুলো দেখতে ওরা একসঙ্গে বেরয়। জামা-প্যান্টও প্রায় অনেকটা একইরকমের কেনে ওরা। 
বিস্কুট মিষ্টি খেয়ে দোলা আন্টির ফ্ল্যাট থেকে বেরিয়ে এল সোমু ও বাচ্চু। বাচ্চু বলল, ‘চল একবার বেড়ালের বাচ্চা দুটোকে দেখে আসি। বাচ্চা দুটোর মাটা কি ওখানে আছে?’
‘নেই। বাচ্চা দুটোকে রেখে কোথায় যেন হাপিশ হয়ে গিয়েছে! ভীষণ চেঁচাচ্ছে বাচ্চা দুটো। হরলিকস বিস্কুট গুঁড়ো করে দিয়েছিলাম, খায়নি। আমাদের ড্রাইভার কাকু বলল দুধ দিতে। গুঁড়ো দুধ জল দিয়ে গুলে দিলে নাকি খাবে! আমি কি ছাই জানি কোথায় গুঁড়ো দুধ থাকে! মা তো ওসব লুকিয়ে রাখে! চায়ের জন্য একটা ডেগচিতে দুধ ছিল, একটা কাপে কিছুটা তুলে নিয়ে এসে বাচ্চা দুটোর সামনে রেখে এসেছি।’
বাচ্চু হাসল। বলল, ‘তুই একটা মাথামোটা। ওই টুকুনি বাচ্চা কী করে কাপ থেকে দুধ খাবে? ওদের খাইয়ে দিতে হবে। আমাদের কোকোকে একেবারে এতটুকুনি বয়সে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল দিদি। ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিল। ওর জন্য মিল্ক কিনে আনা হতো। কুকুর বেড়ালদের জন্য আলাদা রকম মিল্ক কিনতে পাওয়া যায়।’
সোমুদের গ্যারাজে গিয়ে দেখা গেল বাচ্চা দুটো দুধের কাপটাকে কাত করে ফেলে দিয়েছে। খেয়েছে কি না বোঝা যাচ্ছে না! বাচ্চা দুটো নিজেদের মধ্যে মারামারি করছে। 
‘কী সুন্দর দেখতে রে সোমু!’
‘তুই বাড়ি নিয়ে যা। কোকোর সঙ্গে থাকবে,’ সোমু বলল।
ধমকে উঠল বাচ্চু। ‘কোকো আজকাল ভীষণ দুষ্টু হয়েছে। আমাদের সোফা, দরজার পর্দা ছিঁড়ে ফর্দাফাই করে দিয়েছে। বাবার একজোড়া দামি জুতোর অর্ধেকটা খেয়ে ফেলেছে। মায়ের ফোনের চার্জারটা অক্ষত নেই। এরমধ্যে দুটো বেড়াল বাচ্চা নিয়ে গেলে কী হবে ভেবে দেখেছিস! দাঁড়া রুমালটা জলে ভিজিয়ে একটু জল খাওয়াই ওদের।’ উঠোনের কল খুলে রুমাল ভিজিয়ে এনে বাচ্চা দুটোর মুখে ধরতেই বাচ্চা দুটো ভেজা রুমাল চাটতে শুরু করল।
বাচ্চু উৎসাহের চোটে চিৎকার করে উঠল, ‘সোমু খাচ্ছে খাচ্ছে!’
সোমু হাঁটু মুড়ে বাচ্চুর পাশে বসে পড়ল। 
বাচ্চু বলল, ‘আর একটু দুধ নিয়ে আয় না!’
সোমু আতঙ্কগ্রস্ত হয়ে বলল, ‘আর সম্ভব না। ওই যে কাত হয়ে যাওয়া কাপের তলায় যেটুকু আছে, ওইটুকু খাওয়া। কাল আবার আনব।’
কাপে খুব সামান্যই দুধ ছিল। রুমালটা দুধের মধ্যে ভিজিয়ে বেড়ালছানা দুটোর মুখে ধরতেই চুক চুক করে খেতে শুরু করল ওরা।
‘দেখলি খিদে কী জিনিস! কীসের দুধ, কে দিচ্ছে এসবের আর ধার ধারল না বাচ্চা দুটো,’ বাচ্চু বিজ্ঞের মতো কথাগুলো বলল।
বাচ্চা দুটো গ্যারেজের একটা কোণে গিয়ে একে ওপরের গায়ে গা লাগিয়ে ঘুমিয়ে পড়ল। সোমু ও বাচ্চু ঘুমন্ত ছানা দুটোর দিকে অনেকক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। গ্যারেজ থেকে বেরিয়ে এসে রাস্তার পাশে একটা বড় জামগাছের নীচে দাঁড়াল দু’জনে। গরমে চারদিক পুড়ে গেলেও জামগাছের তলাটা বেশ শীতল। গাছের নীচে পাকা জাম ফেটে পড়ে আছে। যে যে জায়গায় জাম থেঁতলে পড়েছে, সেই জায়গার মাটিটুকু জামরঙা হয়ে গিয়েছে। অসংখ্য পাখির কলকাকলিতে জায়গাটা সরগরম হয়ে আছে। বেড়াল ছানা দুটোকে নিয়ে কী করা যায় সেটা নিয়েই দুই বন্ধু আলোচনা করতে লাগল।
সোমু বাচ্চুকে বলল, ‘তোর দিদির তো স্মার্ট ফোন আছে! বাচ্চা দুটোর ছবি তুলে ফেসবুকে একটা পোস্ট দিলে কেউ না কেউ নিশ্চয় নিয়ে নেবে! এই দুনিয়ায় অনেকে ক্যাট লাভার আছে।’
‘হ্যাঁ দোলা আন্টির মতো ক্যাট লাভার! সবাই মুখে বলবে হাউ সুইট! কিউট বেবি! কিন্তু কেউ বাড়িতে রাখবে না। তাছাড়া দিদির এখন সেমেস্টারের পরীক্ষা চলছে। মা দিদির কাছ থেকে ফোন কেড়ে নিয়েছে।’ 
বাচ্চুর কথায় সোমু হতাশ হয়ে বলল, ‘তাহলে কী হবে? বাচ্চা দুটোকে কি কোনওভাবেই বাঁচানো যাবে না?’
বাচ্চু বলল, ‘একটা কাজ করলে হয়। ওই চারমাথার মোড়ে একটা পাগল থাকে দেখেছিস?’ 
‘যে এই প্রচণ্ড গরমের মধ্যেও কম্বল গায়ে দিয়ে থাকে! হ্যাঁ দেখেছি,’ সোমু উদগ্রীব 
হয়ে বলল।
‘আশপাশের দোকানদাররা পলিথিনে করে খাবার দিয়ে যায়।’
‘হ্যাঁ । ঠিক।’
‘ওই পাগলটার সঙ্গে অনেক ক’টা কুকুর-বেড়াল থাকে। একই পলিথিন থেকে খাবার খায়। বাচ্চা দুটোকে ওখানে ছেড়ে দিয়ে 
এলে হয়!’
সোমু বলল, ‘তা কী করে হয়! ছানা দুটো তো ভীষণই ছোট! রাস্তার কুকুরগুলো ওদের মেরে ফেলবে। ভগবান বলে কেউ নেই মনে হয়! ভগবান থাকলে ওইটুকুনি বাচ্চাদের এত কষ্ট পেতে হতো না। ওদের তো কোনও দোষ নেই! তবুও কষ্ট পাচ্ছে। আমার ঠাম্মা বলে ভগবান নেই। থাকলে বিনা দোষে কাকাইকে এত শাস্তি পেতে হতো না!’ দীর্ঘশ্বাস ফেলে সোমু।
এমন সময়ে ডাক্তার জেঠুর বাড়ি থেকে কাজকাম সেরে কমলিকে বেরতে দেখা যায়। এই পাড়ার অনেক ক’টা বাড়িতে বাসনমাজা আর কাপড় কাচার কাজ করে কমলি। অন্যদিন আরও সকালে তার কাজ হয়ে যায়। রবিবার বলে একটু দেরি করে আসে আর দেরি করে বাড়ি যায়। 
জামগাছতলায় দুই বন্ধুকে দেখে কমলি বলল, ‘দুই বন্ধুতে মিইলে কী এত শলাপরামর্শ হচ্ছে শুনি! গভীর সমস্যা মুনে হচ্ছে!’
‘হ্যাঁ, কমলিদি খুব সমস্যা,’ বাচ্চু বলল।
‘আমাকে বুলা যাবে?’
সোমু বলল, ‘তুমি কি কিছু করতে 
পারবে কমলিদি?’
‘আগে সমস্যাটা শুনি।’
সোমু কমলির হাত ধরে টানতে টানতে গ্যারেজের ভেতর নিয়ে গিয়ে বাচ্চা দুটোকে দেখিয়ে বলল, ‘এই যে প্রবলেম!’
‘উ মা! কী সুন্দর বাচ্চাগো। ইয়াদের 
মা কুথায়?’ 
বাচ্চু বলল, ‘জানি না। তাকে কোথাও দেখা যাচ্ছে না!’
‘ইস! অতটুন বাচ্চা মা ছাড়া কী করে থাইকবে!’
একটু চুপ হয়ে গেল কমলি। হঠাৎ কমলির দু’চোখের তারায় খুশির ঝিলিক ছলকে উঠল। বলল, ‘আমার বাড়ির বিড়ালটার একটা বাচ্চা হয়েছিল! বেশ এত্ত বড় হয়েছিল। গেল হপ্তায় কিড়মির বিমারিতে মরে গেল বাচ্চাটা। আমার বিড়ালটা এখুনো কেঁদে কেঁদে বেড়ায়! আমি এই দুটোকে লিয়ে যাব। আমার বিড়ালটা খুশ 
হয়ে যাবে।’
‘অন্য বেড়ালের বাচ্চাকে তোমার বেড়াল কেন নেবে কমলিদি?’ সোমু জিজ্ঞেস করল।
‘লেবে। মায়ের জাত যে! ও তুমরা বুজবা না। ... যাও দিকি একটা ঝুড়ি লিয়ে এসো। উয়াতে করে বাচ্ছা দুটোরে নে যাব।’
সোমু আর বাচ্চু লাফাতে লাফাতে ঝুড়ি জোগাড় করতে গেল। বাচ্চু সোমুর ঘাড়ে হাত দিয়ে বলল, ‘দেখলি! ভগবান আছেন।’
16th  July, 2023
পৃথিবীর ভয়ঙ্কর নদী

মানব সভ্যতার ধারক ও বাহক নদী। পর্বতের বরফ গলা জলে পুষ্ট প্রকৃতির এক অমূল্য অবদান। প্রকৃতি তার সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে সমগ্র বিশ্বজুড়ে।
বিশদ

16th  July, 2023
হঠাৎ আবিষ্কার

আকস্মিকভাবে এমন কিছু আবিষ্কার হয়েছে, যা বিজ্ঞানের গতিধারাকে বদলে দিয়েছে। তার মধ্যে অন্যতম— এক্স রে, ক্লোরোফর্ম ও পেনিসিলিন।
বিশদ

16th  July, 2023
আন্দামানের  আগ্নেয়গিরি

আন্দামানের বেশ কিছু দ্বীপে বিস্ময় বৈচিত্র্যের ডালি সাজিয়েছে নানা ধরনের আগ্নেয়গিরি। সমুদ্র ঘেরা দ্বীপের সেই ভয়ংকর সুন্দরের খোঁজ দিলেন  
স্বয়ংদীপ্ত বাগ
বিশদ

09th  July, 2023
মজার দেশের মজার কথা

হোয়াইট নাইট— যেখানে রাতে কখনও পুরোপুরি আঁধার নামে না। বছরের ছ’মাস মাঝরাতেও সূর্যালোক দেখা যায় বেশ কিছু দেশে। তারই খোঁজ নিলেন শান্তনু দত্ত
বিশদ

09th  July, 2023
মুক্তো ম্যাজিক

ম্যাজিক মানেই অজানাকে নতুন করে জানা। ম্যাজিকের অলীক দুনিয়ায় একবার ঢুকে পড়লে ঘোর লাগে চোখে। জাদুর দুনিয়ায় নানা ধাঁধা। প্রতিটাই পরখ করে দেখতে মন চায়। এবার সেই সুযোগই তোমাদের সামনে হাজির করলেন থিম ম্যাজিশিয়ান সোমনাথ দে। তিনি মাসে দুটো করে ম্যাজিক শেখাচ্ছেন তোমাদের। তাঁর থেকে সেই ম্যাজিক বৃত্তান্ত জেনে তোমাদের সামনে হাজির করলেন কমলিনী চক্রবর্তী।
বিশদ

09th  July, 2023
চাঁদের দেশে চন্দ্রযান - ৩

তৃতীয়বার চন্দ্র অভিযানের জন্য ঝাঁপাচ্ছে ভারত। এই প্রয়াস সফল হলে এদেশের মহাকাশ গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। নতুন এই মিশন নিয়ে লিখলেন 
বিনয় মালাকার বিশদ

02nd  July, 2023
জাতীয়তাবাদের প্রতীক
সোমনাথ সরকার

১৯৩৭ সালের মে মাস। সুভাষচন্দ্র বসু ও তাঁর বন্ধু আইনজীবী নৃপেন মিত্রের উদ্যোগে এলগিন রোডের ‘বসু বাড়ি’তে  যুবদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভাতেই সুভাষচন্দ্র কলকাতার নাগরিকদের সভাসমিতি করার উপযুক্ত প্রেক্ষাগৃহ স্থাপন করার মনোবাসনা ব্যক্ত করেন। বিশদ

02nd  July, 2023
গরমের  ছুটির পর

আহা! শেষমেশ স্কুল খুলল। আমার আনন্দ আর ধরছে না। টানা দেড় মাস ছুটি কাটিয়েছি। দীর্ঘ ছুটির পর স্কুল খোলার প্রথম দিন বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার অনুভূতিটাই আলাদা। বিশদ

25th  June, 2023
ম্যাজিক ম্যাজিক

ম্যাজিক মানেই অজানাকে নতুন করে জানা। ম্যাজিকের অলীক দুনিয়ায় একবার ঢুকে পড়লে ঘোর লাগে চোখে। জাদুর দুনিয়ায় নানা ধাঁধা। প্রতিটাই পরখ করে দেখতে মন চায়। এবার সেই সুযোগই তোমাদের সামনে হাজির করলেন থিম ম্যাজিশিয়ান সোমনাথ দে। তিনি মাসে দুটো করে ম্যাজিক শেখাচ্ছেন তোমাদের। তাঁর থেকে সেই ম্যাজিক বৃত্তান্ত জেনে তোমাদের সামনে হাজির করলেন কমলিনী চক্রবর্তী।
বিশদ

25th  June, 2023
মহাকাশে   চাষবাস
রমলা মুখোপাধ্যায়

মহাকাশে চাষবাস হচ্ছে শুনে আকাশ থেকে পড়ারই কথা! কিন্তু মহাকাশ বিজ্ঞানীদের অদম্য প্রচেষ্টায় মহাকাশে শুধু  সব্জির চাষই নয়, ফুলের চাষও সম্ভব হয়েছে। বিশদ

25th  June, 2023
জগন্নাথের হাঁড়ি
মহুয়া সমাদ্দার

—পিসি, তুমি এত নিশ্চিন্ত হচ্ছ কীভাবে? বাবার  কাছে হাজার পাঁচেক টাকা আছে মোটে। ওই দিয়ে ভাইয়ের  অপারেশন হবে কীভাবে? সকাল না হতেই অতগুলো টাকা আসবে কোত্থেকে? বিশদ

18th  June, 2023
আগুন থেকেই জন্ম সেকুইয়া

পৃথিবী কতই না বৈচিত্র্যে ভরপুর। বিভিন্ন দেশের পুরাণ-গল্পগাথায় নানা ধরনের আগুনখেকো জীবজন্তু রয়েছে। কিন্তু তা বলে বাস্তবেও এমন কিছু আছে নাকি? হ্যাঁ, আছে।  বিশেষ প্রজাতির এক গাছের জীবন-চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আগুন। বিশদ

18th  June, 2023
বিশ্বের  বিস্ময়
চকিতা চট্টোপাধ্যায়

উনিশ মাসের মেয়েটা পৃথিবীটাকে সবেমাত্র দেখতে, শুনতে, চিনতে শিখছিল। আধোআধো উচ্চারণে কয়েকটি মাত্র বুলি— ‘টি’, ‘ওয়াটার’  সবে ফুটে উঠছিল তার মুখে। কিন্তু সেই বিশ্রী অসুখটার পর হঠাৎই এক নিমেষে কোথায় হারিয়ে গেল সেই পৃথিবীটা! ছোট্ট মেয়েটা তার মনের কথাগুলো বোঝাতে পারত না কাউকে। বিশদ

18th  June, 2023
রহস্যে ঘেরা
সোনার শহর

 

দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গলে নাকি আছে সোনার শহর। সেই ‘এল ডোরাডো’ নিয়ে লিখলেন  অনির্বাণ রক্ষিত বিশদ

11th  June, 2023
একনজরে
রাধিকাপুর এক্সপ্রেসে বার্থ রিজার্ভেশন করেও ট্রেনে উঠতে পারলেন না পরিযায়ী শ্রমিকরা। কেউ যাবেন হায়দ্রাবাদ, কেউ যাবেন বিজয়ওয়াড়া। পঞ্চায়েত ভোট দিতে তাঁরা প্রত্যেকেই নিজেদের গ্রামের বাড়িতে এসেছিলেন। ...

জমি বিতর্কে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছিলেন মার্কিন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ ইউজিন স্টিগলিটস। সেই খবর প্রকাশিত হতেই বুদ্ধিজীবীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে শুক্রবার বিবৃতি দিলেন বিশ্বভারতী ...

পঞ্চায়েত নির্বাচনে লাগামহীন সন্ত্রাস ও ভোট লুটের প্রতিবাদে বিজেপির বিডিও অফিস ঘেরাও অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায়। শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগের বিভিন্ন বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি কর্মী সমর্থকরা।  ...

১৭ বছর বয়সে স্বামীর ঘরে এসেছিলেন নদীয়ার তেহট্টের প্রত্যন্ত গ্রামের গৃহবধূ রমাদেবী। রান্নাবান্না, ঘর-সংসার আর ছেলে মেয়েদের সামলাতেই কেটে গিয়েছে জীবনের অধিকাংশ সময়। এখন তিনি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক ধর্মকর্ম পালনে সক্রিয় অংশ গ্রহণ। সন্তানের কর্মসাফল্যে গর্ব। গবেষণায় অগ্রগতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৪: সাহিত্যিক প্যারীচাঁদ মিত্রের জন্ম
১৮৪৭: সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম
১৯১২: ইংল্যান্ডে ইন্ডিয়া সোসাইটি কর্তৃক রবীন্দ্রনাথের সংবর্ধনা
১৯১৮: প্রথম ভারতীয় যুদ্ধবিমানের পাইলট ইন্দ্রলাল রায়ের মৃত্যু (প্রথম বিশ্বযুদ্ধে)
১৯২২: বিশিষ্ট লোকগীতি গায়ক নির্মলেন্দু চৌধুরীর জন্ম
১৯২৩: অভিনেত্রী সুমিত্রা দেবীর জন্ম, যিনি অভিনয় দিয়ে বাংলা আর হিন্দি উভয় চলচ্চিত্রকেই সমৃদ্ধ করেছেন
১৯২৩: সঙ্গীতশিল্পী মুকেশের জন্ম
১৯৪৬ : ব্রিটেনে পাওরুটির রেশন চালু
১৯৪৭: ভারতের গণ পরিষদে তেরঙা ভারতের জাতীয় পতাকা বা রাষ্ট্রীয় ধ্বজা হিসাবে গৃহীত হয়
১৯৪৮: চিত্রশিল্পী হেমেন্দ্র মজুমদারের মৃত্যু
১৯৭০: রাজনীতিবিদ দেবেন্দ্র ফড়নবিশের জন্ম
১৯৭৯: অভিনেত্রী মান্যতা দত্তর জন্ম
১৯৮৬: অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর মৃত্যু
১৯৯৮: নাট্য সম্রাজ্ঞী সরযূবালা দেবীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.২০ টাকা ৮২.৯৪ টাকা
পাউন্ড ১০৩.৬৯ টাকা ১০৭.২৩ টাকা
ইউরো ৮৯.৭৩ টাকা ৯২.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৯,৮৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬০,১৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,২০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭৪,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭৪,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ শ্রাবণ, ১৪৩০, শনিবার, ২২ জুলাই ২০২৩। চতুর্থী দিবা ৯/২৭। পূর্বফল্গুনী নক্ষত্র অপঃ ৪/৫৯ সূর্যোদয় ৫/৭/১৮, সূর্যাস্ত ৬/১৮/৩৬। অমৃতযোগ দিবা ৯/৩১ গতে ১/২ মধ্যে।  রাত্রি ৮/২৮ গতে ১০/৩৮ মধ্যে পুনঃ ১২/৫ গতে ১/৩১ মধ্যে পুনঃ ২/১৪ গতে ৩/৪১ মধ্যে। বারবেলা ৬/২৬ মধ্যে পুনঃ ১/২২ গতে ৩/১ পুনঃ ৪/৪০ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৪০ মধ্যে পুনঃ ৩/৪৬  গতে উদয়াবধি। 
৫ শ্রাবণ, ১৪৩০, শনিবার, ২২ জুলাই ২০২৩। চতুর্থী দিবা ৬/৩২। পূর্বফল্গুনীনক্ষত্র দিবা ৩/৬ । সূর্যোদয় ৫/৬, সূর্যাস্ত ৬/২২। অমৃতযোগ দিবা ৯/৩৩ গতে ১২/৫৯ মধ্যে এবং রাত্রি ৮/২২ গতে ১০/৩৫ মধ্যে ও ১২/৪ গতে ১/৩৪ মধ্যে ও ২/১৭ গতে ৩/৪৬ মধ্যে। কালবেলা ৬/৪৫ মধ্যে ও ১/২৩ গতে ৩/৩ মধ্যে ও ৪/৪২ গতে ৬/২২ মধ্যে। কালরাত্রি ৭/৪২ মধ্যে ৩/৪৫ গতে ৫/৬ মধ্যে।  
২ মহরম

ছবি সংবাদ

এই মুহূর্তে
মণিপুর ইস্যু নিয়ে রাজ্য বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার সম্ভাবনা
মণিপুর ইস্যু নিয়ে নিন্দা প্রস্তাব আনা হতে পারে রাজ্য বিধানসভায়। ...বিশদ

04:33:00 PM

মেসিকে টপকে শীর্ষে রোনাল্ডো
লিও মেসিকে টপকে গেলেন ক্রিশ্চিয়ানা রোনাল্ডো। ইনস্টাগ্রাম পোস্টে এই মুহূর্তে ...বিশদ

03:50:07 PM

বোর্ড ঝুলিয়ে বিপাকে
‘দলিতদের মন্দিরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ।’ নিজের জমিতে নির্মিত মন্দিরে এমন ...বিশদ

03:18:24 PM

২৪ জুলাই থেকে রাজ্য বিধানসভায় অধিবেশন
আগামী ২৪ জুলাই, সোমবার থেকে রাজ্য বিধানসভায় অধিবেশন বসছে। সেই ...বিশদ

02:58:24 PM

উত্তরাখণ্ডে পথ দুর্ঘটনায় মৃত ১, জখম ২৪
উত্তরাখণ্ডে পথ দুর্ঘটনায় মৃত ১ শ্রমিক। গুরুতর জখম ২৪। আজ, ...বিশদ

02:53:21 PM

রাস্তায় গোরু, শাস্তি
বাড়ির গবাদি পশু রাস্তায় ঘুরলে জুতোপেটা করা হবে মালিককে। দিতে ...বিশদ

02:13:20 PM