Bartaman Patrika
প্রচ্ছদ নিবন্ধ
 

ঘাতক বাহিনী
পুতিনের ফ্র্যাঙ্কেনস্টাইন!

‘মার্সেনারি’-র অর্থ ভাড়াটে সেনা। মধ্যযুগ থেকেই ইউরোপে দেখা গিয়েছে তাদের দাপট। এই আধুনিক যুগেও ‘মার্সেনারি’দের বেজায় কদর। সময় পাল্টেছে। তবে নোট ফেললে আজও হাজির করা যায় তাদের। বিশ্বের কুখ্যাত সেই সব মার্সেনারি বাহিনীর অজানা কাহিনিই লিখলেন মৃণালকান্তি দাস।

দশ হাজার গ্রিক যোদ্ধাকে নিয়ে ‘মার্সেনারি’ বাহিনী গঠন করেছিলেন ‘সাইরাস দ্য ইয়ঙ্গার’। অ্যাকেমেনিড সাম্রাজ্যে সেটাই ছিল সবচেয়ে বড় ভাড়াটে সেনাবাহিনী। ‘টেন থাউজেন্ড’ নামে সেই বাহিনীর কমান্ডার ছিলেন সক্রেটিসের শিষ্য জেনোফোন। ইতিহাস অবশ্য তাঁকে চেনে এথেন্সের ইতিহাসবিদ-দার্শনিক হিসেবেই।
পরে জেনোফোন তাঁর বিখ্যাত বই ‘অ্যানাবেসিস’-এ লিখেছেন, সাইরাস দ্য ইয়ঙ্গারের মূল উদ্দেশ্য ছিল তাঁর ভাই রাজা দ্বিতীয় আর্টক্সারক্সেসকে পারস্যের সিংহাসন থেকে উৎখাত করা। যুদ্ধ শুরু হয় ব্যাবিলনের উত্তরে ইউফ্রেটিস নদীর তীরে। সেই কুনাক্সার যুদ্ধে ভাড়াটে ‘টেন থাউজেন্ড’ বাহিনী পারস্যের রাজার বিরুদ্ধে তুমুল লড়াই করে। রণাঙ্গনের জমি যখন তারা দখল করা শুরু করেছে, তখনই যুদ্ধে নিহত হন সাইরাস। নেতাকে হারিয়ে ভাড়াটে বাহিনীর জেনারেল যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু বিশ্বাসঘাতকতার শিকার হয়ে খুন হতে হয় ‘টেন থাউজেন্ড’ বাহিনীর জেনারেলকে। আর্টক্সারক্সেসের সেনাবাহিনীর কবল থেকে টেন থাউজেন্ড বাহিনীকে বেঁচে ফিরতে বেশ বেগ পেতে হয়েছিল। কঠিন মুহূর্তে ভাড়াটে বাহিনী জেনোফোনকে নতুন নেতা ঘোষণা করে। দীর্ঘ ন’মাসের লং-মার্চ শেষে তারা ব্যাবিলন থেকে গ্রীক ব্ল্যাক সি বন্দরে পৌঁছয়। ১৯৭৯ সালে সেই ঘটনা নিয়ে মার্কিন পরিচালক ওয়াল্টার হিল তৈরি করেন বিখ্যাত সিনেমা ‘দ্য ওয়ারিয়র্স’।
ভ্লাদিমির পুতিন জেনোফোনের ‘অ্যানাবেসিস’ পড়েছেন কি না, জানা নেই। তবে ‘মার্সেনারি’ বাহিনী গড়ার প্রয়োজন উপলব্ধি করেছিলেন এই প্রাক্তন কেজিবি অফিসারও। কিন্তু কে গড়বে সেই গোপন বাহিনী? খোঁজ পেয়েছিলেন দিমিত্রি উটকিনের। রুশ গোয়েন্দা বিভাগ ‘গ্রু’-র অভিজ্ঞ কর্মী উটকিন চেচেন যুদ্ধে লড়াই করার পরে অভিজাত ‘স্পেৎসনাজ’ বা বিশেষ বাহিনী ইউনিটের কমান্ড হিসেবেও কাজ করেছেন। ফলে ‘গ্রু’-র গোয়েন্দা দপ্তরের কাছে ‘মার্সেনারি’ বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে কোনও সমস্যা হয়নি উটকিনের। সম্পর্ক গড়ে তোলেন রুশ সশস্ত্র বাহিনীর সঙ্গেও। বাহিনীর নাম দেওয়া হয় ‘ওয়াগনার’। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইকোনমিস্ট জানাচ্ছে, লিবিয়া, সিরিয়া ও ভেনেজুয়েলা থেকে রুশ বাহিনীর জাহাজে করে ওয়াগনারের কর্মীদের আনা শুরু হয়। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অভিযোগ, ইউক্রেনে মাটিতে যুদ্ধ চালানো ওয়াগনারের প্রায় ৮০ শতাংশ সদস্যকে নেওয়া হয়েছে কারাগারে বন্দি অপরাধীদের থেকে বাছাই করে। রুশ সেনার পক্ষ থেকেই তাদের সরঞ্জাম ও রসদ সরবরাহ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যুক্ত একটি বিশেষ ডেস্ক থেকে দেওয়া পাসপোর্ট ব্যবহার করেন ওয়াগনার কর্মীরা। ২০২০ সালে বেলারুশ যখন ৩৩ জন রুশ নাগরিককে গ্রেপ্তার করেছিল, তখন পুতিন তাদের ছাড়ানোর ব্যবস্থা করেছিলেন। যাঁরা সম্ভবত ওয়াগনার গ্রুপের সদস্য ছিলেন। রুশ বিশ্লেষকরা অনেকেই বলেন, ক্রেমলিনের সঙ্গে ওয়াগনার বাহিনীর যোগসূত্র নিছকই কল্পনা।
আনুষ্ঠানিকভাবে ‘পিএমসি ওয়াগনার’ নামে পরিচিত ওয়াগনার গ্রুপের প্রথম খোঁজ মেলে ২০১৪ সালে। সেই সময় পূর্ব ইউক্রেনে ডনবাস অঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করছিল তারা। ওয়াগনার যোদ্ধারা তখন আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যেও সক্রিয়। রাশিয়ার আইন অনুযায়ী এই ধরনের ভাড়াটে সেনা ব্যবহারের কোনও সুযোগ নেই। তবে ২০১৮ সালে পুতিন ভাড়াটে সেনার অস্তিত্ব স্বীকার করে জানান, তাঁদের কাজকর্ম রাশিয়ার বাইরে। সংবিধানে না থাকলেও সম্প্রতি রাশিয়ান পার্লামেন্টে ওয়াগনার গ্রুপের মতো সংগঠনগুলিকে একটি আইনি ভিত্তির উপর দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। পুতিনের বিরুদ্ধে অভিযোগ, সিরিয়ার যুদ্ধেও তিনি এই ওয়াগনার বাহিনীকে কাজে লাগিয়েছিলেন।
সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠে ওয়াগনার বাহিনী। পরিস্থিতি এতটাই জটিল হয় যে তাদের যাবতীয় আর্থিক সাহায্য করা বন্ধ করে দিতে চায় রুশ প্রশাসন। সেই সময় দৃশ্যপটে হাজির হন পুতিনের এক বিশ্বস্ত বন্ধু। ইয়েভজেনি প্রিগোজিন। পুতিন-ঘনিষ্ঠ রাশিয়ার এই অভিজাত ধনকুবের হয়ে ওঠেন ওয়াগনার বাহিনীর মূল পৃষ্ঠপোষক। ভাড়াটে যোদ্ধা রাশিয়ায় অবৈধ হলেও ২০২২ সালে কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন হয় ওয়াগনার গ্রুপের। সদর দপ্তর খোলা হয় সেন্ট পিটার্সবার্গে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্কের স্যামুয়েল রামানি জানিয়েছেন, রাশিয়ার শহরগুলিতে হোর্ডিং লাগিয়ে প্রকাশ্যে নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে এই গ্রুপ। নেপথ্যে একজনই—প্রিগোজিন।
ছোটবেলায় তাঁর স্বপ্ন ছিল ‘ক্রস-কান্ট্রি স্কিয়ার’ হওয়ার। কিন্তু জীবন বয়ে যায় উল্টো খাতে, অপরাধের জগতে। ১৮ বছর বয়সে চুরি করতে গিয়ে প্রথম ধরা পড়েন প্রিগোজিন। জেল হয়। দু’বছরের মধ্যে ফের ধরা পড়েন। অভিজাত আবাসনে ডাকাতির ডাকাতির অভিযোগে। ১২ বছরের জেল। ন’বছর জেল খেটে ১৯৯০ নাগাদ মুক্তি পান তিনি। জেল থেকে বেরিয়ে শুরু করেন হটডগ বিক্রি। লেনিনগ্রাদে। পা রাখেন রেস্তরাঁ ব্যবসাতেও। খাবারের বৈচিত্র্যের কারণে অভিজাত শ্রেণির নজর কাড়ে তাঁর রেস্তরাঁ। প্রিগোজিনের হাতের জাদুতে মুগ্ধ হন স্বয়ং পুতিন। রাশিয়ায় সফররত ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট জাক শিরাককে নিয়ে প্রিগোজিনের রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন পুতিন। স্কুলে খাবার পাঠানো থেকে অভিজাত রেস্তরাঁয় খাবার সরবরাহ— সবেতেই প্রিগোজিনের ‘কনকর্ড কেটারিং’।
পুতিনের ঘনিষ্ঠ হওয়ায় সুবাদে একসময় গুরুত্বপূর্ণ মিশনের দায়িত্ব পড়ে প্রিগোজিনের উপরে। দ্রুত খুলে ফেলেন ইন্টারনেট রিসার্চ এজেন্সি। সংস্থার মাধ্যমে ২০১৬ সালে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য আমেরিকার ফেডারেল গ্র্যান্ড জুরি ১৩ জন রুশ ব্যক্তিকে অভিযুক্ত করেছিল। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন প্রিগোজিন। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে মিথ্যে প্রচার করেছিল ‘ট্রল ফ্যাক্টরি’। তার দায়িত্বেও ছিলেন তিনি। রাশিয়া অবশ্য কখনও এসব স্বীকার করেনি। 
পূর্ব ইউক্রেনে ক্রেমলিনের সাফল্যের অন্যতম কারণ ওয়াগনার যোদ্ধারা। এ বছরের গোড়ায় ওয়াগনারের নেতৃত্বে সোলেডার দখল করে রাশিয়া। সেই থেকেই টানাপোড়েন শুরু। বিবাদ সত্ত্বেও বাখমুতের যুদ্ধে রাশিয়াকে অভূতপূর্ব সাফল্য এনে দেয় ওয়াগনার বাহিনী। ক্ষয়ক্ষতি হয় প্রচুর। লাশের পাহাড়কে পিছনে রেখে রাশিয়াকে হুমকি দিয়েছিলেন প্রিগোজিন। অভিযোগ করেছিলেন, রাশিয়ার সেনা ওয়াগনার বাহিনীর উপর আক্রমণ চালাচ্ছে। হাজার হাজার যোদ্ধার প্রাণ গিয়েছে। তাঁর বাহিনীর সদস্যদের মৃত্যুর জন্য রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে দায়ী করে হুমকিও দিয়েছিলেন তিনি। নিশ্চিত প্রিগোজিন হলিউডের সিনেমা ‘দ্য ওয়ারিয়র্স’ দেখেননি। দেখলে ভুলটা করতেন না!
রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ওয়াগনার বাহিনীর একাংশ। প্রিগোজিন সামরিক বাহিনীর ‘শেষ দেখে ছাড়বেন’ বলে ঘোষণা করেন। তারপরেই মস্কো অভিমুখে যাত্রা শুরু। সে পথে হাঁটতে হাঁটতেই দক্ষিণ রাশিয়ার রস্তভ-অন-ডন শহর দখল করে তাঁর বাহিনী। তারপর আবার মস্কোর দিকে এগতে থাকে ওয়াগনার। যদিও ওয়াগনারের অপারেশনাল কমান্ডার সের্গেই সুরোভিকিন দুর্নীতিগ্রস্ত প্রিগোজিনের বিদ্রোহ সমর্থন করেননি। কিয়েভ দখলের দায়িত্ব যে ভাড়াটে বাহিনীর হাতে তুলে দিয়েছিলেন পুতিন, সেই ‘বন্দুকের নল’ ঘুরে গিয়েছিল তাঁরই দিকে। বিভিন্ন সংবাদমাধ্যমের মতে, পুতিনকে কখনও এত দুর্বল দেখা যায়নি। কিন্তু রাত বাড়তেই ঘুরে যায় খেলা। আসরে নামেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো। ক্রেমলিনের মুখপাত্র ঘোষণা করেন, বিদ্রোহে ইতি টেনে বেলারুশ ফিরে যাচ্ছেন প্রিগোজিন। মস্কো থেকে ১২০ কিলোমিটার দূরে থামে অভিযান। কিন্তু তাঁর ‘স্বল্পস্থায়ী সেনা অভ্যুত্থান’ ক্রেমলিনের ভিত কাঁপিয়ে দিয়েছে বলে মত অনেকেরই। ধাক্কা লাগে পুতিনের ‘স্ট্রংম্যান’ ভাবমূর্তিতেও। প্রিগোজিন যে ‘পুতিনের ফ্র্যাঙ্কেনস্টাইন’ তা স্পষ্ট হয়ে যায়। ‘রণে ভঙ্গ’ দিয়ে ‘অজ্ঞাতবাসে’ যাওয়া প্রিগোজিন অবশ্য অডিও বার্তায় দাবি করেন, বিদ্রোহ নয়, পুতিন সরকার এবং তাঁর সেনার আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নেমেছিল ‘ওয়াগনার’ বাহিনী।
যদিও আমেরিকার সামরিক পর্যবেক্ষক সংস্থা ‘ইনস্টিটিউট ফর দি স্টাডি অব ওয়্যার’-এর দাবি, ক্রমশ ক্ষমতাশালী হয়ে ওঠা প্রিগোজিনকে ফাঁদে ফেলতেই ওয়াগনার যোদ্ধাদের একাংশের সাহায্যে ‘বিদ্রোহের চিত্রনাট্য’ তৈরি করেছিলেন পুতিন! রুশ গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল সিকিওরিটি সার্ভিস’ (এফএসবি) সূত্রে খবর, গত জানুয়ারি থেকেই প্রিগোজিন ইউক্রেনীয় গোয়েন্দাদের (হার মো) জালে আটকে পড়েছেন। সূত্রের দাবি, আফ্রিকায় থাকাকালীন ইউক্রেনীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠক হয় প্রিগোজিনের। শেষ কথা অবশ্য বলেছেন সিএনএনের মস্কোর প্রাক্তন ব্যুরো প্রধান জিল ডগার্টি— ‘ভ্লাদিমির পুতিন এই বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না।’
09th  July, 2023
ভয়ঙ্কর ব্ল্যাকওয়াটার

ওভাল অফিস ছাড়ার আগে এরিক প্রিন্সের যাবতীয় অপরাধ গোপনে ক্ষমা করে দিয়েছিলেন ‘পরাজিত’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমা করার সীমাহীন ক্ষমতা রয়েছে। এ জন্য তাঁকে কোনও কৈফিয়ত পর্যন্ত দিতে হয় না। বিশদ

09th  July, 2023
বিশ্বের সেরা মার্সেনারি বাহিনী

ভাড়াটে যোদ্ধাদের ইতিহাস বহু পুরনো। অনেক ইতিহাসবিদের মতে, এটাই পৃথিবীর দ্বিতীয় প্রাচীন পেশা। মার্কিন রাজনৈতিক বিশেষজ্ঞ পি ডব্লু সিঙ্গার ‘কর্পোরেট ওয়ারিয়র্স: দ্য রাইজ অব দ্য প্রাইভেটাইজড মিলিটারি ইন্ডাস্ট্রি’ বইয়ে লিখেছেন, ‘প্রাচীন মেসোপটেমিয়ার উর রাষ্ট্রের সুমেরীয় রাজা শুলঘি (খ্রিস্টপূর্ব ২০৯৪-২০৪৭) প্রথম ভাড়াটে সেনাদের কাজে লাগান। বিশদ

09th  July, 2023
আলিনগরের আখ্যান

আজ ২ জুলাই। বাংলার ইতিহাসে এই দিন ফিরে ফিরে এসেছে। কলকাতা হয়েছে আলিনগর, কিংবা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সিরাজ-উদ-দৌলা। অতীতকে শব্দে ধরলেন সৌম্য নিয়োগী বিশদ

02nd  July, 2023
ইন্ডিয়া  ইজ...

আজ ১২ জুন! সকালটা খারাপভাবে শুরু হল।  এই তো কিছুদিনের আগেই মস্কোয় ভারতের রাষ্ট্রদূত থাকা দুর্গা প্রসাদ ধরকে ডেকে পাঠিয়েছিলেন ইন্দিরা। বিশদ

25th  June, 2023
ইমার্জেন্সি
 

সরকার নির্দেশ দিয়েছে? সব জিনিসের দাম এত বাড়ছে কেন? সরকার আগে দাম এত বাড়ছে কেন? সমৃদ্ধ দত্ত বিশদ

25th  June, 2023
বিবর্তনের ডারউইনবাদ
মৃন্ময় চন্দ
 

১৮ই অক্টোবর, ২০০৪। রাত সাড়ে দশটা। তামিলনাড়ুর পাড়ির ‘সেভেনথ ডে ম্যাট্রিকুলেশন স্কুল’। ছায়ামূর্তির মতো স্পেশাল টাস্ক ফোর্সের কমান্ডোরা চুপিসারে পজিশন নিচ্ছে। পিক্কিলি পাহাড় থেকে নেমে, ভুট্টাখেতের আল ধরে চার ছায়ামূর্তি এসে উঠল রাস্তার ধারে অপেক্ষমাণ একটি অ্যাম্বুলেন্সে। বিশদ

18th  June, 2023
মৃত্যুসফর
শুভ্র চট্টোপাধ্যায়

অন্ধকার জাতীয় সড়ক ধরে ছুটছে আমাদের গাড়ি। মাঝরাত। বাইরে মাঝেমধ্যে ঝলসে উঠছে আলো। ভিতরে উৎকণ্ঠায় জ্বলজ্বলে ছ’জোড়া চোখ। বালেশ্বর আর কতদূর! গাড়িতে উঠে থেকে মোবাইলটা সামনে থেকে সরাতে পারিনি। আপডেট ঢুকছে... একের পর এক। ওড়িশায় ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনা ঘটে গিয়েছে। বিশদ

11th  June, 2023
স্বজনহারার  স্তব্ধতা
অলকাভ নিয়োগী

চওড়া বাদশাহী রোড। বাঁদিক ঘেঁষে গাড়ি নামল একফালি সরু রাস্তায়। আকাশে তখন হলদে চাঁদ। পূর্ণিমার আগের রাত। জোৎস্না গলে গলে পড়ছে দু’পাশের সারিবদ্ধ দোকানে। টিমটিম করে জ্বলছে ব্লাল্বের আলো। হাজার মানুষের ভিড়। অথচ, অদ্ভূত এক নিস্তব্ধতা। হঠাৎ, নাকে এল ‘মৃত্যুর গন্ধ’। বিশদ

11th  June, 2023
ক্ষণ-জন্মা
সমৃদ্ধ দত্ত

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সংসদ মার্গ, নয়াদিল্লি-১১০০১। বিকেল সাড়ে ৫টা। ৮ নভেম্বর, ২০১৬। রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রাল বোর্ডের জরুরি মিটিং। ৫৬১ তম। ‌ভারত সরকারের ইকনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি শক্তিকান্ত দাস জানতে চাইছেন, প্রস্তাবটি সম্পর্কে বোর্ডের মতামত কী? যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটির ভালো ও মন্দ কী কী হতে পারে?  বিশদ

04th  June, 2023
শ্যামাসঙ্গীতের পূজারি
সোমনাথ বসু

১৯৩০ সাল। মে মাসের ৭ তারিখ, বুধবার। প্রচণ্ড গরম। সকাল থেকেই গাছের পাতা স্তব্ধ। কলকাতার আকাশে-বাতাস কেমন যেন গুমোট হয়ে আছে। এন্টালির ৮/১ পালবাগান লেনের বাড়িতে আনচান করছেন কবি। বসন্ত রোগে আক্রান্ত ছেলে বুলবুলের শরীরটা বেশ খারাপ। বিশদ

28th  May, 2023
বিদ্রোহী
বিশ্বজিৎ রায়

তখন বিশ্বযুদ্ধের দামামা থেমেছে। ফলাফলের ভয়াবহতা প্রত্যক্ষভাবে টের পেতে শুরু করেছে যুদ্ধে-নামা দেশগুলি। ইংরেজ উপনিবেশ ভারতবর্ষের সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধের যোগ পরোক্ষ। তবে অর্থনৈতিক মন্দার আঁচ এদেশের গায়েও লেগেছে। বিশদ

28th  May, 2023
মাফিয়া মার্ডার মিস্ট্রি

সালটা ১৯৯৬। নতুন বছর শুরু হতে তখনও মাসখানেক বাকি। সবে ‘রেলনগরীর আন্ডারওয়ার্ল্ড’ সিরিজের দুটো কিস্তি প্রকাশিত হয়েছে। মেদিনীপুর শহরের মাইকো গলির যে বাড়িটা বর্তমান’এর জেলা অফিস বলে পরিচিত ছিল, এক বৃহস্পতিবারে সকাল ১০টা নাগাদ সেখানকার ল্যান্ড লাইনটা বেজে উঠল। বিশদ

21st  May, 2023
হাইচরিত
মৃন্ময় চন্দ

‘গোঁফের আমি, গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা।’ কিন্তু জৃম্ভণ, থুড়ি হাই তোলা দিয়েও কি তা সম্ভব? বিজ্ঞান বলছে, হ্যাঁ। শুধু চেনা নয়, হাড়ে হাড়ে চেনা যায়। সুন্দরী উদ্ভিন্নযৌবনার দিকে অপলকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ বেয়াদপ-বেআক্কেলে হাই হোক কিংবা পরীক্ষা হলে চোতা বার করে গুছিয়ে বসতে গিয়ে জল্লাদ পরীক্ষকের সঙ্গে শুভদৃষ্টির সময় সর্বহারার সব খোয়ানো হাই বিশদ

14th  May, 2023
রাজকাহিনি 
রূপাঞ্জনা দত্ত

এক যে ছিল রাজা, তার ছিল এক রানি’—শৈশবে রূপকথার বই যে উত্তেজনাকর রোমাঞ্চ মনে ছড়িয়ে দিত, তাকে নেহাত গল্প বলেই মনে হয়েছে। কিন্তু বাস্তবে যে এমন রাজা-রানি রয়েছে, তা বড় হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বুঝতে শিখেছি। বিশদ

07th  May, 2023
একনজরে
উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি মার্কেটা ভন্ড্রুসোভা ও ওনস জাবিউর। সেমি-ফাইনালে এলিনা ভিতোলিনাকে ৬-৩, ৬-৩ স্ট্রেট সেটে হারালেন চেক প্রজাতন্ত্রের অবাছাই প্লেয়ার মার্কেটা। এই প্রথম অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে খেতাবি লড়াইয়ে নামবেন তিনি। ...

রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ম্যাকাউট) উপাচার্যের দায়িত্ব দেওয়া হল অধ্যাপক গৌতম মজুমদারকে। বৃহস্পতিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপকের কাছে ...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরের মধ্যেই অস্বস্তির কাঁটা মণিপুর।  বৃহস্পতিবার তাঁর প্যারিসে পৌঁছনোর আগেই উত্তর-পূর্বের এই রাজ্যের হিংসার  নিন্দা করে প্রস্তাব গৃহীত হল ইউরোপীয় সংসদে। ...

২০২২ সালের মে মাস থেকে রিজার্ভ ব্যাঙ্ক ধাপে ধাপে রেপো রেট বাড়িয়ে গিয়েছে। একবছরের মধ্যে তা বেড়েছে আড়াই শতাংশ। তার প্রভাব সরাসরি পড়েছে সব ধরনের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পুরনো রোগের বৃদ্ধিতে স্বাস্থ্যহানির সম্ভাবনা। ব্যবসায় শুভত্ব বজায় থাকবে। আর্থিক প্রগতিও হবে।   ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৫৪: শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য ও শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃতর রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্তর জন্ম
১৯১৮: সুইডেনের চিত্রপরিচালক ইঙ্গমার বার্গম্যানের জন্ম
১৯৩৬: লেখক ধনগোপাল মুখোপাধ্যায়ের মৃত্যু
১৯৬৭: শ্রীলঙ্কান ক্রিকেটার ও রাজনীতিবিদ হাসান তিলকরত্নের জন্ম
১৯৭১: মডেল মধু সাপ্রের জন্ম
১৯৭৫: সুরকার মদন মোহনের মৃত্যু
২০০৩: অভিনেত্রী লীলা চিটনিসের মৃত্যু
২০০৮: বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.১৫ টাকা ৮২.৮৯ টাকা
পাউন্ড ১০৫.০১ টাকা ১০৮.৫৭ টাকা
ইউরো ৮৯.৮৩ টাকা ৯৩.০৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৯,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬০,০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,১০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭৩,৫৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭৩,৬৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৯ আষাঢ় ১৪৩০, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩। দ্বাদশী ৩৫/৩৪ রাত্রি ৭/১৮। রোহিণী নক্ষত্র ৪৩/২৭ রাত্রি ১০/২৭। সূর্যোদয় ৫/৪/১, সূর্যাস্ত ৬/২০/৩৫। অমৃতযোগ দিবা ১২/৮ গতে ২/৪৮ মধ্যে। রাত্রি ৮/২৯  মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ২/৫৫ মধ্যে পুনঃ ৩/৩৮ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ-দিবা ৫/৫৭ গতে ৬/৫০ মধ্যে পুনঃ ৯/২৯ গতে ১০/২২ মধ্যে। বারবেলা ৮/২৩ গতে ১১/৪২ মধ্যে। কালরাত্রি ৯/১ গতে ১০/২২ মধ্যে। 
২৮ আষাঢ় ১৪৩০, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩। দ্বাদশী রাত্রি ৮/১৩। রোহিনীনক্ষত্র রাত্রি ১২/৬। সূর্যোদয় ৫/৪, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ১২/৯ গতে ও ২/৪৯ মধ্যে এবং রাত্রি ৮/৩১ মধ্যে ও ১২/৪৭ গতে ২/৫৬ মধ্যে ও ৩/৩৮ গতে ৫/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৫/৫৬ গতে  ৬/৫০ মধ্যে ও ৯/৩০ গতে ১০/২৩ মধ্যে। বারবেলা ৮/২৪ গতে ১১/৪৩ মধ্যে। কালরাত্রি ৯/৩ গতে ১০/২৩ মধ্যে।   
২৪ জেলহজ্জ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
প্রথম টেস্ট: তৃতীয় দিনে ভারত ৪২১/৫ (ডিক্লেয়ার)

11:12:00 PM

কুনোতে মৃত্যু হল আরও এক চিতার
ফের একটি চিতার মৃত্যু হল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। মৃত ...বিশদ

03:59:23 PM

লেকটাউনে খুনের ঘটনায় গ্রেপ্তার ২
লেকটাউনে দমকল কর্মীকে খুনের ঘটনায় গ্রেপ্তার দু'জন শ্যুটার। তাদের একজনের ...বিশদ

03:57:00 PM

পৃথিবীর কক্ষপথে সফল ভাবে উৎক্ষেপণ হল চন্দ্রযান-৩ এর

03:47:33 PM

শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণ
চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ, শুক্রবার ঠিক ...বিশদ

02:50:04 PM

কাঁচি দিয়ে খুনের চেষ্টা মানিকতলা এলাকায়, গ্রেপ্তার ১

02:38:43 PM