Bartaman Patrika
প্রচ্ছদ নিবন্ধ
 

মৃত্যুসফর
শুভ্র চট্টোপাধ্যায়

অন্ধকার জাতীয় সড়ক ধরে ছুটছে আমাদের গাড়ি। মাঝরাত। বাইরে মাঝেমধ্যে ঝলসে উঠছে আলো। ভিতরে উৎকণ্ঠায় জ্বলজ্বলে ছ’জোড়া চোখ। বালেশ্বর আর কতদূর! গাড়িতে উঠে থেকে মোবাইলটা সামনে থেকে সরাতে পারিনি। আপডেট ঢুকছে... একের পর এক। ওড়িশায় ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনা ঘটে গিয়েছে। কত মৃত্যু কেউ জানে না! গত কয়েক ঘণ্টায় এই একটা খবরই সবকিছু কেমন ওলটপালট করে দিল।
২ জুন, শুক্রবার। সন্ধ্যাতেও নিউজ রুমে ছিলাম। যথারীতি তুমুল ব্যস্ততার মধ্যে। এমন সময় একটা ফোন এল চিফ রিপোর্টারের কাছে। মেদিনীপুর থেকে আমাদের সাংবাদিক পিনাকী ধোলে—‘দাদা, বালেশ্বরে বড় রেল দুর্ঘটনা ঘটেছে... শুনছি, করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে একটা মালগাড়ির মুখোমুখি ধাক্কা লেগেছে। অনেক লোক মারা যেতে পারে। আমি বেরিয়ে পড়ছি।’ মুহূর্তে বদলে গিয়েছিল নিউজ রুমের ছবিটা। সিনিয়র সাংবাদিকরা ফোনাফুনি শুরু করলেন। কিছুক্ষণ পর আমাকে ডাকা হল। বলা হল, প্রস্তুত হয়ে নাও। যেতে হবে।
বাড়িতে একবার ঢুঁ মারারও সুযোগ মিলল না। পাঁচ-দশ মিনিটের মধ্যে অফিসের গাড়ি আমাকে নিয়ে রওনা হল। গন্তব্য হো চি মিন সরণির এমএলএ হস্টেল। খবর পেয়েছি, রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া তখন ওখানেই রয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর ঘটনাস্থলে যাওয়ার কথা। বরাতজোরে তাঁর কনভয়েই একটা জায়গা হয়ে গেল। মন্ত্রীকে অনুরোধ করে চড়ে বসলাম নিরাপত্তারক্ষীদের গাড়িতে। ততক্ষণে অফিস থেকে ফোন এসে গিয়েছে, ‘পিনাকী বালেশ্বর রওনা হয়ে গিয়েছে। ওর সঙ্গে যোগাযোগ কর।’
কোলাঘাট পেরিয়ে ঝড়ের গতিতে এগচ্ছে কনভয়। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, জলেশ্বর হয়ে বালেশ্বরগামী রাস্তা ধরব। আমাদের বেশ কিছুটা আগে কয়েকজন রিপোর্টারের সঙ্গে একটি গাড়িতে রয়েছে পিনাকী। কিন্তু পৌঁছতে পারেনি। রাত সাড়ে ১০টা নাগাদ ফোন করে জানাল, ওরা জলেশ্বর ছাড়িয়ে এগিয়ে গিয়েছে। আর ওদের গাড়ির সামনে-পিছনে নাকি ছুটে চলেছে অনেক অ্যাম্বুলেন্স। ততক্ষণে সবার জানা হয়ে গিয়েছে, বালেশ্বরের কিছুটা দূরে বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনার কথা। দু’টি নয়, তিনটি ট্রেন দুর্ঘটনার কবলে। যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেসেরও দু’টি বগি লাইনচ্যুত। অন্তত ১০০ জন মারা গিয়েছেন। জখম অসংখ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলা থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, এনডিআরএফ সহ উদ্ধারকারীরা। 
রাত সাড়ে ১২টা নাগাদই বালেশ্বর ছাড়িয়ে বাহানাগা পৌঁছে যায় পিনাকীরা। নিয়মিত যোগাযোগ রেখে গিয়েছি দু’জনে। আমাদের পৌঁছতে তখনও ঘণ্টাখানেক দেরি। পিনাকী জানাল, ‘জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। সেই জন্য জায়গায় জায়গায় যান নিয়ন্ত্রণ ও ডাইভারশন করা হয়েছে। আমরা অ্যাম্বুলেন্সগুলির পিছু নিয়েছিলাম দ্রুত বেরিয়ে যাওয়ার জন্য।’ অ্যাম্বুলেন্স, পুলিসের গাড়ি, স্থানীয় মানুষের স্রোত দেখে ঘটনাস্থল চিনতে ওদেক দেরি হয়নি। একপ্রস্থ ধারাবিবরণী শুনে নিলাম পিনাকীর থেকে—‘জাতীয় সড়কের উপরে গাড়ি দাঁড় করিয়ে হেঁটে যেতে বলল পুলিস। ২০০ মিটার মতো হাঁটলেই বাহানাগা বাজার লেভেল ক্রসিংয়ের কাছে ঘটেছে ঘটনাটা। গাড়ি থেকে নেমে বাঁ দিকের সরু পিচ রাস্তা ধরে হেঁটে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছিলাম দাদা। দেখি রাস্তার নীচে সাদা কাপড় ঢাকা দিয়ে রাখা আছে একের পর এক নিথর দেহ। কোনও কোনওটি থেকে পা বেরিয়ে আছে। ঢাকা দেওয়া সাদা কাপড়ের জায়গায় জায়গায় রক্তের ছোপ।’ বেশিক্ষণ ওর কথা শুনতে পারিনি। শিউরে উঠেছি। পিনাকী পরে জানায়, ওই জায়গাটা থেকে আরও কয়েক পা এগিয়ে অপেক্ষা করছিল হাড়হিম করা একটা দৃশ্য। একটি ম্যাটাডরে নাকি আলুর বস্তার মতো করে ছুড়ে ছুড়ে ফেলা হচ্ছিল একের পর এক ডেডবডি। আর চারদিকে বুকফাটা চিৎকার। এক ঝলক ওর মনে হয়েছিল, মৃত্যুপুরীরর প্রবেশদ্বার বোধ হয় এমনই হয়!
প্রাথমিক ঘোর কাটিয়ে এগিয়ে গিয়েছিল পিনাকীরা। তারপর যে দৃশ্য  ওদের জন্য অপেক্ষা করছিল, সেটা কারও বিশ্বাস হবে না। পিনাকীর জবানিতে, ‘জেনারেটরের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে, করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনকে কেউ যেন দেশলাই বাক্সের মতো তুলে এনে বসিয়ে দিয়েছে মালগাড়ির উপর। রেললাইন, কংক্রিটের স্লিপার সব ভেঙে চুরমার। এদিক-ওদিক থেকে তখনও ভেসে আসছে গোঙানি, বেঁচে থাকার জন্য শেষ আর্তনাদ। একের পর এক কামরা হেলে বা উল্টে পড়ে রয়েছে রেললাইন বরাবর। প্রচুর ব্যাগ ছড়িয়ে। লাইনের উপর পড়ে রয়েছে রক্তমাখা বিরিয়ানি, রুটি। কোনও শিশুর এক পাটি জুতো আর খেলার পুতুল পড়ে রয়েছে পাশাপাশি। এলোমেলো রয়েছে ঢাউস সাইজের অজস্র ব্যাগ—যা নিয়ে হয়তো ভিন রাজ্যে ভাগ্য ফেরাতে যাচ্ছিলেন কোনও হতভাগ্য তরুণ। উল্টে যাওয়া কামরাগুলির জানালা থেকে ঝুলছে বিচ্ছিন্ন হাত, কাটা পা। এনডিআরএফ, সেনাকর্মী, স্বেচ্ছাসেবী সংস্থার হাজার হাজার উদ্ধারকারীর ছোটাছুটি করছেন। গ্যাস কাটার দিয়ে বগি কেটে দেহ উদ্ধারের চেষ্টা চলছে। কর্কশ শব্দের সঙ্গে ছড়িয়ে পড়ছে পোড়া মাংসের গন্ধ।’ 
রাত দেড়টা নাগাদ আমরাও ঢুকে যাই ঘটনাস্থলে। সহকর্মী ফোনে যতটা জানাতে পেরেছিল, তা চোখে দেখার পর যেন বীভৎসতা টের পাওয়া গেল। ম্যাটাডরে মৃতদেহ তুলতে দেখে পাশে দাঁড়িয়ে থাকা ওড়িশা পুলিসের এক কর্মীকে জিজ্ঞাসা করলাম, ‘মৃতদেহগুলি কোথায় রাখা হচ্ছে?’ তিনি জানালেন, আপাতত এক কিলোমিটার দূরে একটি স্কুলে রাখা হচ্ছে সেগুলিকে। অ্যাম্বুলেন্সের আওয়াজে কান পাতা যাচ্ছে না। কোথা থেকে যেন বিশাল বিশাল ক্রেন আনা হয়েছে। আমাদের বেশি এগতে দেওয়া হল না। এক জায়গায় দাঁড়িয়েই কেটে গেল বাকি রাত।
শনিবার ভোরের আলো ফোটার আগেই হেঁটে পৌঁছে গেলাম সেই স্কুলে। সেখানকার ভিড় যেন দুর্ঘটনাস্থলের লোকসংখ্যাকেও হার মানাবে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে যাঁদের পরিজন ছিলেন, কিন্তু তখনও খোঁজ পাননি, এরকম বহু মানুষ দিশেহারা হয়ে ছুটে বেড়াচ্ছেন। স্কুলের একটি ঘরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে দেহগুলি। কোনও এক অসহায় বাবা একটার পর একটা দেহের মুখের ঢাকনা সরিয়ে খুঁজছিলেন সন্তানকে! 
সকাল হতে বাড়ল নেতামন্ত্রীদের আনাগোনা। দিনের আলোয় ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট হল। তখনও চলছে দেহ উদ্ধার। বেলাইন কামরা থেকে বেরিয়ে আসছে থেঁতলে যাওয়া বিকৃত দেহ। মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে দাঁ‌ড়া঩বে, কেউ নিশ্চিত বলতে পারছে না। সেই সঙ্গে শুরু হয়েছে ক্রেন দিয়ে ক্ষতিগ্রস্ত বগিগুলি সরিয়ে লাইন পরিষ্কার করার কাজ। আওয়াজে কান পাতা যাচ্ছে না। কামরার ভিতরে পড়ে থাকা দেহ বা দেহাংশে পচন ধরেছে। উদ্ধারকারীদের অনেকে নাকে রুমাল বেঁধে কাজ করছেন। আরও একবার গেলাম বাহানাগা হাইস্কুলের ‘লাশকাটা ঘরের’ দিকে। ওড়িশা সরকারের তরফে দেহগুলির ময়নাতদন্ত করে পাঠিয়ে দেওয়া হচ্ছিল ভুবনেশ্বর, কটক, বালেশ্বরের বিভিন্ন হাসপাতাল বা পুলিস মর্গে। কারণ, স্বাভাবিকভাবেই স্কুলে মৃতদেহ সংরক্ষণের কোনও ব্যবস্থা ছিল না। ভিড়ে মিশে থাকা স্থানীয় বাসিন্দারা তখন রেল দুর্ঘটনার কারণ বিশ্লেষণে মগ্ন। কেউ বলছেন, সিগন্যাল ছিল না। কেউ বলছেন, মোটরম্যানের দোষ। তবে শত জল্পনা ছাপিয়ে বারবার ভেসে আসছিল স্বজনহারার গগনবিদারী কান্না। এমন এক জায়গায় নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকাও যেন এক কঠিন পরীক্ষা!
11th  June, 2023
ঘাতক বাহিনী
পুতিনের ফ্র্যাঙ্কেনস্টাইন!

‘মার্সেনারি’-র অর্থ ভাড়াটে সেনা। মধ্যযুগ থেকেই ইউরোপে দেখা গিয়েছে তাদের দাপট। এই আধুনিক যুগেও ‘মার্সেনারি’দের বেজায় কদর। সময় পাল্টেছে। তবে নোট ফেললে আজও হাজির করা যায় তাদের। বিশ্বের কুখ্যাত সেই সব মার্সেনারি বাহিনীর অজানা কাহিনিই লিখলেন মৃণালকান্তি দাস। বিশদ

09th  July, 2023
ভয়ঙ্কর ব্ল্যাকওয়াটার

ওভাল অফিস ছাড়ার আগে এরিক প্রিন্সের যাবতীয় অপরাধ গোপনে ক্ষমা করে দিয়েছিলেন ‘পরাজিত’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমা করার সীমাহীন ক্ষমতা রয়েছে। এ জন্য তাঁকে কোনও কৈফিয়ত পর্যন্ত দিতে হয় না। বিশদ

09th  July, 2023
বিশ্বের সেরা মার্সেনারি বাহিনী

ভাড়াটে যোদ্ধাদের ইতিহাস বহু পুরনো। অনেক ইতিহাসবিদের মতে, এটাই পৃথিবীর দ্বিতীয় প্রাচীন পেশা। মার্কিন রাজনৈতিক বিশেষজ্ঞ পি ডব্লু সিঙ্গার ‘কর্পোরেট ওয়ারিয়র্স: দ্য রাইজ অব দ্য প্রাইভেটাইজড মিলিটারি ইন্ডাস্ট্রি’ বইয়ে লিখেছেন, ‘প্রাচীন মেসোপটেমিয়ার উর রাষ্ট্রের সুমেরীয় রাজা শুলঘি (খ্রিস্টপূর্ব ২০৯৪-২০৪৭) প্রথম ভাড়াটে সেনাদের কাজে লাগান। বিশদ

09th  July, 2023
আলিনগরের আখ্যান

আজ ২ জুলাই। বাংলার ইতিহাসে এই দিন ফিরে ফিরে এসেছে। কলকাতা হয়েছে আলিনগর, কিংবা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সিরাজ-উদ-দৌলা। অতীতকে শব্দে ধরলেন সৌম্য নিয়োগী বিশদ

02nd  July, 2023
ইন্ডিয়া  ইজ...

আজ ১২ জুন! সকালটা খারাপভাবে শুরু হল।  এই তো কিছুদিনের আগেই মস্কোয় ভারতের রাষ্ট্রদূত থাকা দুর্গা প্রসাদ ধরকে ডেকে পাঠিয়েছিলেন ইন্দিরা। বিশদ

25th  June, 2023
ইমার্জেন্সি
 

সরকার নির্দেশ দিয়েছে? সব জিনিসের দাম এত বাড়ছে কেন? সরকার আগে দাম এত বাড়ছে কেন? সমৃদ্ধ দত্ত বিশদ

25th  June, 2023
বিবর্তনের ডারউইনবাদ
মৃন্ময় চন্দ
 

১৮ই অক্টোবর, ২০০৪। রাত সাড়ে দশটা। তামিলনাড়ুর পাড়ির ‘সেভেনথ ডে ম্যাট্রিকুলেশন স্কুল’। ছায়ামূর্তির মতো স্পেশাল টাস্ক ফোর্সের কমান্ডোরা চুপিসারে পজিশন নিচ্ছে। পিক্কিলি পাহাড় থেকে নেমে, ভুট্টাখেতের আল ধরে চার ছায়ামূর্তি এসে উঠল রাস্তার ধারে অপেক্ষমাণ একটি অ্যাম্বুলেন্সে। বিশদ

18th  June, 2023
স্বজনহারার  স্তব্ধতা
অলকাভ নিয়োগী

চওড়া বাদশাহী রোড। বাঁদিক ঘেঁষে গাড়ি নামল একফালি সরু রাস্তায়। আকাশে তখন হলদে চাঁদ। পূর্ণিমার আগের রাত। জোৎস্না গলে গলে পড়ছে দু’পাশের সারিবদ্ধ দোকানে। টিমটিম করে জ্বলছে ব্লাল্বের আলো। হাজার মানুষের ভিড়। অথচ, অদ্ভূত এক নিস্তব্ধতা। হঠাৎ, নাকে এল ‘মৃত্যুর গন্ধ’। বিশদ

11th  June, 2023
ক্ষণ-জন্মা
সমৃদ্ধ দত্ত

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সংসদ মার্গ, নয়াদিল্লি-১১০০১। বিকেল সাড়ে ৫টা। ৮ নভেম্বর, ২০১৬। রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রাল বোর্ডের জরুরি মিটিং। ৫৬১ তম। ‌ভারত সরকারের ইকনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি শক্তিকান্ত দাস জানতে চাইছেন, প্রস্তাবটি সম্পর্কে বোর্ডের মতামত কী? যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটির ভালো ও মন্দ কী কী হতে পারে?  বিশদ

04th  June, 2023
শ্যামাসঙ্গীতের পূজারি
সোমনাথ বসু

১৯৩০ সাল। মে মাসের ৭ তারিখ, বুধবার। প্রচণ্ড গরম। সকাল থেকেই গাছের পাতা স্তব্ধ। কলকাতার আকাশে-বাতাস কেমন যেন গুমোট হয়ে আছে। এন্টালির ৮/১ পালবাগান লেনের বাড়িতে আনচান করছেন কবি। বসন্ত রোগে আক্রান্ত ছেলে বুলবুলের শরীরটা বেশ খারাপ। বিশদ

28th  May, 2023
বিদ্রোহী
বিশ্বজিৎ রায়

তখন বিশ্বযুদ্ধের দামামা থেমেছে। ফলাফলের ভয়াবহতা প্রত্যক্ষভাবে টের পেতে শুরু করেছে যুদ্ধে-নামা দেশগুলি। ইংরেজ উপনিবেশ ভারতবর্ষের সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধের যোগ পরোক্ষ। তবে অর্থনৈতিক মন্দার আঁচ এদেশের গায়েও লেগেছে। বিশদ

28th  May, 2023
মাফিয়া মার্ডার মিস্ট্রি

সালটা ১৯৯৬। নতুন বছর শুরু হতে তখনও মাসখানেক বাকি। সবে ‘রেলনগরীর আন্ডারওয়ার্ল্ড’ সিরিজের দুটো কিস্তি প্রকাশিত হয়েছে। মেদিনীপুর শহরের মাইকো গলির যে বাড়িটা বর্তমান’এর জেলা অফিস বলে পরিচিত ছিল, এক বৃহস্পতিবারে সকাল ১০টা নাগাদ সেখানকার ল্যান্ড লাইনটা বেজে উঠল। বিশদ

21st  May, 2023
হাইচরিত
মৃন্ময় চন্দ

‘গোঁফের আমি, গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা।’ কিন্তু জৃম্ভণ, থুড়ি হাই তোলা দিয়েও কি তা সম্ভব? বিজ্ঞান বলছে, হ্যাঁ। শুধু চেনা নয়, হাড়ে হাড়ে চেনা যায়। সুন্দরী উদ্ভিন্নযৌবনার দিকে অপলকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ বেয়াদপ-বেআক্কেলে হাই হোক কিংবা পরীক্ষা হলে চোতা বার করে গুছিয়ে বসতে গিয়ে জল্লাদ পরীক্ষকের সঙ্গে শুভদৃষ্টির সময় সর্বহারার সব খোয়ানো হাই বিশদ

14th  May, 2023
রাজকাহিনি 
রূপাঞ্জনা দত্ত

এক যে ছিল রাজা, তার ছিল এক রানি’—শৈশবে রূপকথার বই যে উত্তেজনাকর রোমাঞ্চ মনে ছড়িয়ে দিত, তাকে নেহাত গল্প বলেই মনে হয়েছে। কিন্তু বাস্তবে যে এমন রাজা-রানি রয়েছে, তা বড় হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বুঝতে শিখেছি। বিশদ

07th  May, 2023
একনজরে
উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি মার্কেটা ভন্ড্রুসোভা ও ওনস জাবিউর। সেমি-ফাইনালে এলিনা ভিতোলিনাকে ৬-৩, ৬-৩ স্ট্রেট সেটে হারালেন চেক প্রজাতন্ত্রের অবাছাই প্লেয়ার মার্কেটা। এই প্রথম অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে খেতাবি লড়াইয়ে নামবেন তিনি। ...

২০২২ সালের মে মাস থেকে রিজার্ভ ব্যাঙ্ক ধাপে ধাপে রেপো রেট বাড়িয়ে গিয়েছে। একবছরের মধ্যে তা বেড়েছে আড়াই শতাংশ। তার প্রভাব সরাসরি পড়েছে সব ধরনের ...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরের মধ্যেই অস্বস্তির কাঁটা মণিপুর।  বৃহস্পতিবার তাঁর প্যারিসে পৌঁছনোর আগেই উত্তর-পূর্বের এই রাজ্যের হিংসার  নিন্দা করে প্রস্তাব গৃহীত হল ইউরোপীয় সংসদে। ...

রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ম্যাকাউট) উপাচার্যের দায়িত্ব দেওয়া হল অধ্যাপক গৌতম মজুমদারকে। বৃহস্পতিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপকের কাছে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পুরনো রোগের বৃদ্ধিতে স্বাস্থ্যহানির সম্ভাবনা। ব্যবসায় শুভত্ব বজায় থাকবে। আর্থিক প্রগতিও হবে।   ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৫৪: শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য ও শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃতর রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্তর জন্ম
১৯১৮: সুইডেনের চিত্রপরিচালক ইঙ্গমার বার্গম্যানের জন্ম
১৯৩৬: লেখক ধনগোপাল মুখোপাধ্যায়ের মৃত্যু
১৯৬৭: শ্রীলঙ্কান ক্রিকেটার ও রাজনীতিবিদ হাসান তিলকরত্নের জন্ম
১৯৭১: মডেল মধু সাপ্রের জন্ম
১৯৭৫: সুরকার মদন মোহনের মৃত্যু
২০০৩: অভিনেত্রী লীলা চিটনিসের মৃত্যু
২০০৮: বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.১৫ টাকা ৮২.৮৯ টাকা
পাউন্ড ১০৫.০১ টাকা ১০৮.৫৭ টাকা
ইউরো ৮৯.৮৩ টাকা ৯৩.০৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৯,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬০,০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,১০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭৩,৫৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭৩,৬৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৯ আষাঢ় ১৪৩০, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩। দ্বাদশী ৩৫/৩৪ রাত্রি ৭/১৮। রোহিণী নক্ষত্র ৪৩/২৭ রাত্রি ১০/২৭। সূর্যোদয় ৫/৪/১, সূর্যাস্ত ৬/২০/৩৫। অমৃতযোগ দিবা ১২/৮ গতে ২/৪৮ মধ্যে। রাত্রি ৮/২৯  মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ২/৫৫ মধ্যে পুনঃ ৩/৩৮ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ-দিবা ৫/৫৭ গতে ৬/৫০ মধ্যে পুনঃ ৯/২৯ গতে ১০/২২ মধ্যে। বারবেলা ৮/২৩ গতে ১১/৪২ মধ্যে। কালরাত্রি ৯/১ গতে ১০/২২ মধ্যে। 
২৮ আষাঢ় ১৪৩০, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩। দ্বাদশী রাত্রি ৮/১৩। রোহিনীনক্ষত্র রাত্রি ১২/৬। সূর্যোদয় ৫/৪, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ১২/৯ গতে ও ২/৪৯ মধ্যে এবং রাত্রি ৮/৩১ মধ্যে ও ১২/৪৭ গতে ২/৫৬ মধ্যে ও ৩/৩৮ গতে ৫/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৫/৫৬ গতে  ৬/৫০ মধ্যে ও ৯/৩০ গতে ১০/২৩ মধ্যে। বারবেলা ৮/২৪ গতে ১১/৪৩ মধ্যে। কালরাত্রি ৯/৩ গতে ১০/২৩ মধ্যে।   
২৪ জেলহজ্জ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
প্রথম টেস্ট: তৃতীয় দিনে ভারত ৪২১/৫ (ডিক্লেয়ার)

11:12:00 PM

কুনোতে মৃত্যু হল আরও এক চিতার
ফের একটি চিতার মৃত্যু হল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। মৃত ...বিশদ

03:59:23 PM

লেকটাউনে খুনের ঘটনায় গ্রেপ্তার ২
লেকটাউনে দমকল কর্মীকে খুনের ঘটনায় গ্রেপ্তার দু'জন শ্যুটার। তাদের একজনের ...বিশদ

03:57:00 PM

পৃথিবীর কক্ষপথে সফল ভাবে উৎক্ষেপণ হল চন্দ্রযান-৩ এর

03:47:33 PM

শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণ
চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ, শুক্রবার ঠিক ...বিশদ

02:50:04 PM

কাঁচি দিয়ে খুনের চেষ্টা মানিকতলা এলাকায়, গ্রেপ্তার ১

02:38:43 PM