Bartaman Patrika
বিকিকিনি
 

কেদারনাথের ডোলি যাত্রা  

এই বছর কেদারনাথের ডোলির সঙ্গে পা মিলিয়ে মন্দির পর্যন্ত যাওয়ার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। সুন্দর সেই যাত্রাপথের বর্ণনা পাঠকদের সঙ্গে ভাগ করে নিলেন রমেন ভট্ট।

সাধারণত কেদারনাথ মন্দির খোলে অক্ষয় তৃতীয়ার পুণ্য সকালে। তবে সবকিছু নির্ভর করে উখিমঠের প্রধান পুরোহিত এবং অন্য পণ্ডিতদের উপর। বিভিন্ন তিথি নক্ষত্রের গণনা করে প্রতি বছর মহাশিবরাত্রির দিন সকালে মন্দির খোলার দিন ঘোষণা করা হয়। তাই শিব চতুর্দশীর সকাল থেকেই অধীর আগ্রহে বসে আছি টিভির সামনে। দিন ঘোষণা হওয়া মাত্র হরিদ্বার যাওয়ার ট্রেনের টিকিট কেটে ফেলি। তারপর শুরু হয় আমাদের কেদার যাত্রা।
উখিমঠ থেকে ডোলিযাত্রা শুরু হবে ভোর হতে না হতেই। শুরু থেকেই থাকার ইচ্ছে। যাত্রার পরিকল্পনাও সেইভাবে সাজানো হয়েছে। খুব সকালে বন্ধু সতীশের গাড়িতে হরিদ্বার থেকে যাত্রা শুরু হল।  হৃষীকেশ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, অগস্ত্যমুনি কুণ্ড পেরিয়ে উখিমঠ পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেল। ঘরও পেয়ে গেলাম মন্দিরের সামনে। বিকেল থেকেই মন্দিরে ভক্তদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। আশপাশের গ্রাম তো বটেই বাইরে থেকেও প্রচুর ভক্ত এসে পৌঁছেছে উখিমঠে।  সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ। উখিমঠের এই মন্দিরই কেদারনাথ ও মদমহেশ্বরের শীতকালীন গদিস্থল। এছাড়াও পঞ্চকেদারের (কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ, কল্পেশ্বর) অন্যান্যদের প্রতিমূর্তিও মন্দিরে রাখা আছে। তাই যাঁরা পঞ্চকেদারের কষ্টসাধ্য পথ অতিক্রম করে সব কেদারখণ্ডে যেতে পারেন না, তাঁরা এই মন্দিরেই পঞ্চকেদার দর্শনের পুণ্যলাভ করেন বলে বিশ্বাস। সন্ধে থেকেই উৎসবের আমেজে ভরপুর গোটা মন্দির। সন্ধ্যারতির পর স্থানীয়রা নিজস্ব ঘরানার নাচগানের মধ্যে দিয়ে সকলের মনোরঞ্জন করছে। অভূতপূর্ব এক অনুষ্ঠানের সাক্ষী হলাম সেই রাত্রে।
পরের দিন সকাল থেকেই উখিমঠের মন্দিরে মন্ত্রপাঠ শুরু হয়েছে। সুমিষ্ট মন্ত্রোচ্চারণের আওয়াজ পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হয়ে পৌঁছে যাচ্ছে হিমালয়ের কোণে। মন্দিরের কোথাও তিলধারণের জায়গা নাই। সামরিক বাহিনীর বাদ্যকাররা ডোলিকে ঘিরে সুশৃঙ্খলভাবে বাজনা বাজাচ্ছে। বাইরে স্থানীয় মানুষরা তাঁদের নিজস্ব বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসবে মাতোয়ারা। ইতিমধ্যে পঞ্চমুখী শিব সহ ডোলি বাইরে আনা হয়েছে। চতুর্দিক থেকে ডোলির উপর পুষ্পবৃষ্টি হচ্ছে। মন্দিরের মধ্যে তখন চলছে ভৈরব পুজো। ভৈরবের অনুমতি নিয়ে তবেই শুরু হবে ডোলিযাত্রা। পুজার্চনা শেষ করে ডোলিকে রাজকীয় সাজে সজ্জিত করে তুমুল জয়ধ্বনির মধ্যে ঠিক সকাল সাড়ে নটায় শুরু হল যাত্রা। আজ ডোলি যাবে ১৫ কিমি দূরে গুপ্তকাশী পর্যন্ত। সামনে পিছনে অগণিত ভক্ত পরিবৃত হয়ে সরু আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে ডোলিযাত্রা এগিয়ে চলল গুপ্তকাশীর দিকে।
কখনও পাকা সড়ক কখনও বা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে মানুষের সারি। পথের মাঝে গ্রামবাসীদের অনুরোধে মাঝে মাঝে ডোলি নামাতে হচ্ছে। গ্রহণ করতে হচ্ছে সরল গ্রামবাসীদের ভালোবাসার উপহার। গুপ্তকাশীর বিশ্বনাথ মন্দিরে আজ  ডোলির রাত্রিবাস। গুপ্তকাশী উত্তরাখণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। পুরাণে আছে মহাদেব পাণ্ডবদের এড়াতে এখানেই এক গুহায় মহিষরূপে আত্মগোপন করেছিলেন। সেইথেকে নাম গুপ্তকাশী। দুপুর পেরিয়ে বিকেলের মধ্যেই ডোলির গুপ্তকাশী প্রবেশ। বিশ্বনাথ মন্দিরে তখন জাঁকজমক অনুষ্ঠানের আবহাওয়া। প্রায় সারারাত ধরে অনুষ্ঠান শেষে পরদিন সকালে আবার যাত্রা শুরু ফাটার উদ্দেশে। ডোলি আজ ফাটাতেই থাকবে। যাত্রার সঙ্গ ছেড়ে আমরা এগিয়ে গেলাম গৌরীকুণ্ডের দিকে।
বিকেলে ডোলি পৌঁছল গৌরীকুণ্ডে। রাখা হল গৌরীমাতার মন্দিরের ভিতর। গৌরীকুণ্ড এমনিতেই খুব ছোট জায়গা। পাহাড়ের গায়ে একফালি সরু জায়গার মধ্যেই মন্দির, হোটেল, বাজার সবকিছু।  ২০১৩ সালের বন্যায় প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া গৌরীকুণ্ড আবার নতুন করে বাঁচার চেষ্টা করছে। গোটা গৌরীকুণ্ড অসংখ্য মানুষের ভিড়ে থিকথিক করছে। সবার গন্তব্য মন্দাকিনীর ধারে গৌরীমাতার মন্দির। সেখানে ততক্ষণে উৎসবের আমেজ। ঢোল, ডমরু, বড় বড় খঞ্জনি, মিলিটারি ব্যান্ডের আওয়াজে গোটা গৌরীকুণ্ড মাতোয়ারা। সাধু-সন্ন্যাসীরা উন্মত্তের মতো নৃত্য করছে। একদিকে সকলের জন্য খুলে দেওয়া হয়েছে লঙ্গর। লাইনে দাঁড়ালেই মিলছে পুরি, সব্জি, খিচুড়ি, লাড্ডু। খবর নিয়ে জানলাম আগামী কাল সকাল ৮-৮.৩০টায় ডোলি কেদারনাথের উদ্দেশে রওনা দেবে।
পাহাড়ি পথে পাহাড়ের লোকেদের সঙ্গে পা মিলিয়ে  চলা আমাদের পক্ষে অসম্ভব। তাই খুব ভোরে প্রায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গৌরীকুণ্ড থেকে হাঁটা শুরু করেছি। মনে ইচ্ছে যদি আগে বেস ক্যাম্প পৌঁছতে পারি তাহলে ডোলির সঙ্গেই যাব মন্দির পর্যন্ত। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ হাঁটাপথে ১৬ কিমি। সামনেই পুলিস চৌকি। প্রথম দিন বলে কাগজপত্র দেখানোর বালাই নেই। ৪ কিমির মাথায় জঙ্গলচটিতে সাময়িক বিরতি। পথের প্রচণ্ড চড়াই এখনও শুরু হয়নি। সামনে ভীমবলী। সেখানে চা খেতে খেতে একটু বিশ্রাম নিয়ে আবার পথচলা শুরু হয়। হিমালয়ের পথে চলার অভ্যেস না থাকলে দেহের এবং শ্বাসের কষ্ট হওয়া স্বাভাবিক। কিন্তু পথের শোভা সব ক্লান্তি শুষে নেয়। এতক্ষণ পর্যন্ত মন্দাকিনীকে পথের ডান পাশে রেখে হাঁটছিলাম। রামওয়ারা পৌঁছে মন্দাকিনীর উপর ঝুলন্ত সেতু পেরিয়ে নদীর অপর পাড়ে যেতে হল। মন্দাকিনী এখন পথের বাঁ পাশে। ২০১৩ সালের বিধ্বংসী বন্যার আগে রামওয়ারা ছিল এ পথের সবথেকে বড় চটী। অনেক পুণ্যার্থী এখানে রাত কাটিয়ে পরদিন সকালে কেদারনাথ পৌঁছতেন। এখন রামওয়ারা পর্বতের ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। বিষণ্ণ হৃদয়ে সেই অভিশপ্ত পথরেখার দিকে তাকিয়ে নতুন পথে চলা শুরু করি আবার। রামওয়ারার পর চড়াই বেশ বেড়েছে। লোয়ার লিঞ্চোলির পর রাস্তায় এখানে-সেখানে বরফের দেখা মিলছে। চারদিকের পাহাড়গুলো সব বরফ ঢাকা। আপার লিঞ্চোলির পর শুরু হল পুরোপুরি বরফের উপর দিয়ে হাঁটা। মাঝেমাঝে হিমবাহ কেটে রাস্তা বানানো হয়েছে। সেনাবাহিনীর জওয়ানরা তীর্থযাত্রীদের সাবধানে সেই রাস্তা পার হতে সাহায্য করছে।  রুদ্রপয়েন্ট পেরিয়ে বেস ক্যাম্পের কাছাকাছি যখন, তখন দূরে যেন বাজনার আওয়াজ শুনলাম। তাড়াতাড়ি পা চালিয়ে বেস ক্যাম্পে পৌঁছতে না পৌঁছতে তুমুল হর্ষধ্বনির মধ্যে বরফ ঢাকা সাদা পাহাড়ি রাস্তায় ভীষণ রংচঙে ডোলির মিছিলটা আমাদের চোখের সামনে চলে এল। সর্বপ্রথমে মিলিটারি ব্যান্ড, তারপর স্থানীয় বাজনার দল। মধ্যখানে ডোলিবাহকদের কাঁধে সুসজ্জিত পঞ্চমুখী ডোলি। এই দুর্গম ৫০-৬০ কিমি রাস্তা ডোলিবাহকরা সম্পূর্ণ খালি পায়ে চলছেন। ক্লান্তি বা যন্ত্রণার লেশমাত্র নেই, মুখে শুধু হর হর মহাদেব ধ্বনি। আর মাত্র ১ কিমি রাস্তা। ডোলির পিছু পিছু মন্দিরের দিকে এগলাম। অবশেষে মন্দিরের দরজা। কাঁধ থেকে পঞ্চমুখী মহাদেব নেমে দাঁড়ালেন বন্ধ দরজার সামনে।
পরের দিন সুমিষ্ট বেদমন্ত্রের আওয়াজে ঘুম ভাঙল। তখনও ভোরের আলো ফোটেনি। এর মধ্যেই মন্দিরের সামনে দীর্ঘ লাইন। বন্ধ কপাটের সামনে প্রধান পুরোহিত রাওয়ালজি, শঙ্করাচার্য, মাথায় সুশোভিত পুণ্যকলস নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সমেত বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি। ধীর লয়ে বাজনা বাজছে। ইতিমধ্যে পুরোহিতগণ দ্বারপুজো, গণেশ বন্দনা শুরু করেছেন। কনকনে ঠান্ডায় পায়ের নীচে বরফের উপর দাঁড়িয়ে অপেক্ষমান ভক্তের দল। অবশেষে তুমুল হর্ষোল্লাসের মধ্যে ঠিক ৬.২০ মিনিটে খুলে গেল ভারতের অন্যতম আকর্ষণীয় তীর্থস্থান কেদারনাথের দরজা। এক লহমায় ভক্তের স্রোতে মিলেমিশে একাকার হয়ে গেলেন ‘ভক্ত’ আর ‘ভগবান’।
কীভাবে যাবেন: হরিদ্বার থেকে বাসে বা ছোট গাড়িতে সোনপ্রয়াগ। সেখান থেকে গৌরীকুণ্ড ৪ কিমি পথ। গৌরীকুণ্ড থেকে হাঁটাপথে কেদারনাথ ১৬ কিমি। এছাড়াও ঘোড়া বা ডোলিতেও যাওয়া যায়। হেলিকপ্টারে যেতে হলে ফাটা, গুপ্তকাশী এবং সারসি থেকে যেতে হবে।  
 
15th  July, 2023
ললিতমোহন ও শিবপ্রসাদের কাজ ইমামি আর্টে

ইমামি আর্টে শুরু হল দুই শিল্পীর প্রদর্শনী। গত ১৪ জুলাই থেকে ‘ললিতমোহন সেন: অ্যান এন্ডিউরিং লেগাসি’ এবং ‘দ্য ড্রিম অব অ্যান ইডিয়ট’ শীর্ষক এই দুই প্রদর্শনী চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
বিশদ

টুকরো  খবর

হাইল্যান্ড পার্কের দ্য মেট্রোপলিস মল-এ নিজেদের নতুন শোরুম খুলল খাদিম ইন্ডিয়া লিমিটেড। নতুন স্টোরটির মাধ্যমে সাদার্ন ইএম বাইপাস ও তার সংলগ্ন অঞ্চলের গ্রাহকদের কাছে পৌঁছনো অনেক সহজ হবে বলে দাবি সংস্থার।
বিশদ

কনক চৌরির 
পথে স্বর্গদর্শন

উত্তরাখণ্ড দেবভূমি। ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন এই দেবভূমিতে চারধাম যাত্রার জন্য। চারধামের সঙ্গে অথবা শুধু কেদারনাথ ও বদ্রীনারায়ণ দর্শনের সঙ্গে কার্তিকস্বামী মন্দিরও দেখে নেওয়া যায়।
বিশদ

অনলাইনে সাবধান

আপনার প্রিয় রং কী? ‘বেনিআসহকলা’র মধ্যে কোনও একটা বেছে নেবেন তো? কিন্তু হলফ করে বলা যায়, আপনার প্রিয় রং সবুজ। ভাবছেন, এ আবার কী গা জোয়ারি! না, সবুজ রং প্রিয় হলে তার মধ্যে কোনও রাজনীতির গন্ধ থাকবেই, ভাবনার গতি এমন একমুখী করে ফেলবেন না
বিশদ

বারণ নেই ডার্ক চকোলেটে

রংবাহারি মোড়কে মোড়া কালো কোকোর হাতছানি। আট থেকে আশি সকলেই খুশি এমন উপহারে। তবে শুধু স্বাদ নয়, স্বাস্থ্যের দেখভালেও এগিয়ে ডার্ক চকোলেট। লিখছেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

15th  July, 2023
 টুকরো  খবর

ভারতের সম্প্রতি বাজারজাত হয়েছে টেকনো ক্যামন ২০ সিরিজ। এই সিরিজে মিলবে তিনটি মডেল— টেকনো ক্যামন ২০, টেকনো ক্যামন ২০ ৫জি ও টেকনো ক্যামন ২০ ৫জি প্রিমিয়ার। টেকনো ক্যামন ২০-তে পাবেন ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, তারপরেও পাবেন অতিরিক্ত স্টোরেজের সুবিধা। বিশদ

15th  July, 2023
দামাল শিশু সামলাবেন কী করে?

ইমনের বয়স এখন চার। এক বছর হল বড় স্কুলে ভর্তি হয়েছে সে। এর মধ্যে দস্যিপনায় নাম কিনে ফেলেছে শিক্ষক থেকে বন্ধুমহলে। বাবার বকুনি, মায়ের মার কোনও কিছুতেই কাজ হয় না।
বিশদ

08th  July, 2023
সবুজে ঘেরা যুসমার্গ

প্রকৃতির স্বপ্নপুরী ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণে অধিকাংশ পর্যটকই শ্রীনগর থেকে চেনা গন্তব্য সোনমার্গ, গুলমার্গ, পহেলগাঁও ঘুরে দেখেন। কিন্তু একথা অনেক পর্যটকেরই অজানা, যে এর বাইরেও কাশ্মীরে বেশ কয়েকটি অচেনা বা অল্পচেনা দ্রষ্টব্য স্থান রয়েছে যেখানে প্রকৃতি তার অকৃপণ সৌন্দর্যকে উজাড় করে দিয়েছে।
বিশদ

08th  July, 2023
টুকরো  খবর
 

চিত্রগ্রাহক প্রণব বসুর সঙ্গে বর্তমান পত্রিকার সম্পর্ক দু’দশকেরও বেশি। দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন স্বাদের ছবি তুলেছেন তিনি। কখনও টেবিল টপ কখনও প্রোডাক্ট শ্যুট, কখনও বা ওয়াইল্ড লাইফ।
বিশদ

08th  July, 2023
ইনফিউশন আর আড্ডার নয়া ঠাঁই

প্রবাদপ্রতিম সন্দীপন চট্টোপাধ্যায় নাম দিয়েছিলেন ‘হীরা বন্দর’। শহর থেকে দূরে শিহরনের হীরা বন্দরে রুবির সঙ্গে তাঁর বেড়াতে যাওয়ার গল্প কাল্ট হয়ে আছে বাংলা সাহিত্যে। হাত বাড়ালেই গঙ্গার চওড়া বুকে ভেসে বেড়াচ্ছে বড় বড় ভেসেল।
বিশদ

08th  July, 2023
হেঁটেই চাঙ্গা শরীর-মন

শরীর চাঙ্গা আর মন চনমনে রাখতে রোজ নিয়ম করে হাঁটুন। ওজন কমবেই। তবে হাঁটার বিভিন্ন নিয়ম আছে। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী। বিশদ

01st  July, 2023
নৈসর্গিক লামাহাটা

দার্জিলিং জেলার শান্ত পাহাড়ি গ্রাম লামাহাটা। পাহাড়ি নির্জনতায় অবগাহনের জন্য অনবদ্য এই জায়গাটি। এমন নিঃসঙ্গ পরিবেশ নিজেকে ফিরে দেখার আদর্শ জায়গা।
এমনিতে পাহাড় বলতেই বাঙালির কাছে দার্জিলিং সিকিম গ্যাংটক অনেক বেশি জনপ্রিয়। বিশদ

01st  July, 2023
 টুকরো  খবর

কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবানি অভিনীত, সদ্যমুক্তিপ্রাপ্ত ‘সত্যপ্রেম কি কথা’-র সঙ্গে যুক্ত হল সেনকো গোল্ড অ্যান্ড জুয়েলার্স। তাদের বিবাহ সংগ্রহের বেশ কিছু নতুন এক্সক্লুসিভ গয়না এই ছবিতে ব্যবহৃত হয়েছে। বিশদ

01st  July, 2023
রূপসী ল্যান্সডাউন

একদিকে সবুজ পাহাড় আর অন্যদিকে শহুরে জীবনযাপন—ল্যান্সডাউন ঘুরে এসে তার বর্ণনায় তনুশ্রী কাঞ্জিলাল মাশ্চরক। বিশদ

24th  June, 2023
একনজরে
ফের পৃথিবীর বুকে মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়েও গভীর গর্ত খোঁড়ার কাজ শুরু করল চীন। এবারের উদ্দেশ্য, ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার থেকে ...

জমি বিতর্কে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছিলেন মার্কিন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ ইউজিন স্টিগলিটস। সেই খবর প্রকাশিত হতেই বুদ্ধিজীবীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে শুক্রবার বিবৃতি দিলেন বিশ্বভারতী ...

১৭ বছর বয়সে স্বামীর ঘরে এসেছিলেন নদীয়ার তেহট্টের প্রত্যন্ত গ্রামের গৃহবধূ রমাদেবী। রান্নাবান্না, ঘর-সংসার আর ছেলে মেয়েদের সামলাতেই কেটে গিয়েছে জীবনের অধিকাংশ সময়। এখন তিনি ...

বৃষ্টি থেকে এখনই নিস্তার নেই। আজ, শনিবারও বাণিজ্যনগরী মুম্বইয়ে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আগামী দু’-তিনদিন থানে, রায়গড়, পুনে ও পালঘরেও লাগাতার ভারী বৃষ্টির ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক ধর্মকর্ম পালনে সক্রিয় অংশ গ্রহণ। সন্তানের কর্মসাফল্যে গর্ব। গবেষণায় অগ্রগতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৪: সাহিত্যিক প্যারীচাঁদ মিত্রের জন্ম
১৮৪৭: সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম
১৯১২: ইংল্যান্ডে ইন্ডিয়া সোসাইটি কর্তৃক রবীন্দ্রনাথের সংবর্ধনা
১৯১৮: প্রথম ভারতীয় যুদ্ধবিমানের পাইলট ইন্দ্রলাল রায়ের মৃত্যু (প্রথম বিশ্বযুদ্ধে)
১৯২২: বিশিষ্ট লোকগীতি গায়ক নির্মলেন্দু চৌধুরীর জন্ম
১৯২৩: অভিনেত্রী সুমিত্রা দেবীর জন্ম, যিনি অভিনয় দিয়ে বাংলা আর হিন্দি উভয় চলচ্চিত্রকেই সমৃদ্ধ করেছেন
১৯২৩: সঙ্গীতশিল্পী মুকেশের জন্ম
১৯৪৬ : ব্রিটেনে পাওরুটির রেশন চালু
১৯৪৭: ভারতের গণ পরিষদে তেরঙা ভারতের জাতীয় পতাকা বা রাষ্ট্রীয় ধ্বজা হিসাবে গৃহীত হয়
১৯৪৮: চিত্রশিল্পী হেমেন্দ্র মজুমদারের মৃত্যু
১৯৭০: রাজনীতিবিদ দেবেন্দ্র ফড়নবিশের জন্ম
১৯৭৯: অভিনেত্রী মান্যতা দত্তর জন্ম
১৯৮৬: অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর মৃত্যু
১৯৯৮: নাট্য সম্রাজ্ঞী সরযূবালা দেবীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.২০ টাকা ৮২.৯৪ টাকা
পাউন্ড ১০৩.৬৯ টাকা ১০৭.২৩ টাকা
ইউরো ৮৯.৭৩ টাকা ৯২.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৯,৮৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬০,১৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,২০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭৪,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭৪,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ শ্রাবণ, ১৪৩০, শনিবার, ২২ জুলাই ২০২৩। চতুর্থী দিবা ৯/২৭। পূর্বফল্গুনী নক্ষত্র অপঃ ৪/৫৯ সূর্যোদয় ৫/৭/১৮, সূর্যাস্ত ৬/১৮/৩৬। অমৃতযোগ দিবা ৯/৩১ গতে ১/২ মধ্যে।  রাত্রি ৮/২৮ গতে ১০/৩৮ মধ্যে পুনঃ ১২/৫ গতে ১/৩১ মধ্যে পুনঃ ২/১৪ গতে ৩/৪১ মধ্যে। বারবেলা ৬/২৬ মধ্যে পুনঃ ১/২২ গতে ৩/১ পুনঃ ৪/৪০ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৪০ মধ্যে পুনঃ ৩/৪৬  গতে উদয়াবধি। 
৫ শ্রাবণ, ১৪৩০, শনিবার, ২২ জুলাই ২০২৩। চতুর্থী দিবা ৬/৩২। পূর্বফল্গুনীনক্ষত্র দিবা ৩/৬ । সূর্যোদয় ৫/৬, সূর্যাস্ত ৬/২২। অমৃতযোগ দিবা ৯/৩৩ গতে ১২/৫৯ মধ্যে এবং রাত্রি ৮/২২ গতে ১০/৩৫ মধ্যে ও ১২/৪ গতে ১/৩৪ মধ্যে ও ২/১৭ গতে ৩/৪৬ মধ্যে। কালবেলা ৬/৪৫ মধ্যে ও ১/২৩ গতে ৩/৩ মধ্যে ও ৪/৪২ গতে ৬/২২ মধ্যে। কালরাত্রি ৭/৪২ মধ্যে ৩/৪৫ গতে ৫/৬ মধ্যে।  
২ মহরম

ছবি সংবাদ

এই মুহূর্তে
মণিপুর ইস্যু নিয়ে রাজ্য বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার সম্ভাবনা
মণিপুর ইস্যু নিয়ে নিন্দা প্রস্তাব আনা হতে পারে রাজ্য বিধানসভায়। ...বিশদ

04:33:00 PM

মেসিকে টপকে শীর্ষে রোনাল্ডো
লিও মেসিকে টপকে গেলেন ক্রিশ্চিয়ানা রোনাল্ডো। ইনস্টাগ্রাম পোস্টে এই মুহূর্তে ...বিশদ

03:50:07 PM

বোর্ড ঝুলিয়ে বিপাকে
‘দলিতদের মন্দিরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ।’ নিজের জমিতে নির্মিত মন্দিরে এমন ...বিশদ

03:18:24 PM

২৪ জুলাই থেকে রাজ্য বিধানসভায় অধিবেশন
আগামী ২৪ জুলাই, সোমবার থেকে রাজ্য বিধানসভায় অধিবেশন বসছে। সেই ...বিশদ

02:58:24 PM

উত্তরাখণ্ডে পথ দুর্ঘটনায় মৃত ১, জখম ২৪
উত্তরাখণ্ডে পথ দুর্ঘটনায় মৃত ১ শ্রমিক। গুরুতর জখম ২৪। আজ, ...বিশদ

02:53:21 PM

রাস্তায় গোরু, শাস্তি
বাড়ির গবাদি পশু রাস্তায় ঘুরলে জুতোপেটা করা হবে মালিককে। দিতে ...বিশদ

02:13:20 PM