Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

মোদি জমানার ঘোটালা সবাইকে ছাপিয়ে গিয়েছে
সন্দীপন বিশ্বাস

দুর্নীতির অনুসন্ধানে দেশে বিরোধী নেতাদের ঘরে ঘরে সিবিআই, ইডি পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচন যত কাছে এগিয়ে আসছে, ততই যেন কমজোরি মোদি অস্থির হয়ে শরণাপন্ন হচ্ছেন সিবিআই, ইডির। বিরোধী শিবিরের ঐক্য ভেঙে চুরমার করতে তদন্তকারী সংস্থাগুলিই এখন মোদির ব্রহ্মাস্ত্র। বিজেপির মোটা তহবিলের লোভ দেখিয়ে এখন আর বিরোধী ঐক্যকে ভাঙা সম্ভব হচ্ছে না। তাই নিজের টেনশনটাকে বিরোধী শিবিরে পৌঁছে দিতে অস্ত্র হিসাবে ব্যবহার করছেন সংস্থাগুলিকে। নানা 
ছুতোয় তিনি বিরোধী শিবিরে সার্জিক্যাল স্ট্রাইক হানার চেষ্টা করে নিজের পায়ের তলার ঝুরো মাটিকে শক্তপোক্ত করতে চাইছেন। 
ভালো কথা। প্রকৃত দুর্নীতির সবসময় তদন্ত হওয়া উচিত। দোষীদের শাস্তি পাওয়াও দরকার। দেশকে উন্নতির পথে নিয়ে যেতে গেলে এই দুর্নীতি অবিলম্বে বন্ধ করা দরকার। কিন্তু একই যাত্রায় পৃথক ফল দেখে মোদিজির সদিচ্ছা ঘিরে প্রশ্ন উঠেছে। আসলে মোদিজি তাঁর নিজের জমানায় ঘটে যাওয়া একের পর এক কেলেঙ্কারি নিয়ে মুখে কুলুপ এঁটে বসে আছেন। এমন ভাব করছেন, যেন কিছুই হয়নি! হ্যাঁ, মোদি জমানায় কেন্দ্রীয় সরকারের ব্যর্থতায় এত বড় বড় ঘোটালা হয়েছে, যা এর আগে স্বাধীন ভারতে কোনওদিন হয়নি। কিন্তু সবটাই তিনি মানুষের কাছ থেকে আড়াল করতে চাইছেন বলে অভিযোগ উঠেছে। লক্ষ লক্ষ কোটি টাকার সেইসব কেলেঙ্কারি বা ঘোটালা নিয়ে নিশ্চুপ তিনি। অথচ দেশের প্রধান হিসাবে তাঁরই তো তদন্তের নির্দেশ দেওয়া উচিত ছিল। কিন্তু তিনি আত্মগরিমা প্রচারে এতই ব্যস্ত থাকেন যে, এগুলিকে ধর্তব্যের মধ্যেই আনতে চান না। এসব কেলেঙ্কারির তদন্তে তাঁর অনীহার ব্যাপারটা অত্যন্ত স্পষ্ট। কেন তা আমরা জানি না। তবে কি কেঁচো খুড়তে গেলে কেউটে বেরিয়ে পড়তে পারে? তাই কি অতি সাবধানী মোদি? 
এইসব ঘোটালাকে চাপা দিতে সরকার প্রথম থেকে যে পথটি বেছে নিয়েছে, সেটা হল তথ্যকে চাপা দেওয়া। সংসদে বহু প্রশ্নের জবাবে, আরটিআইয়ের বহু প্রশ্নের মুখে দাঁড়িয়ে কেন্দ্রের সরকার জানিয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই। কেন নেই? কেন একটি সরকারের কাছে নির্দিষ্ট কোনও তথ্য থাকে না? তখনই অনুমান হয়, হয়তো প্রকৃত সত্যকে জানাতে ভয় পাচ্ছে সরকার। তথ্যকে যখন মানুষের কাছ থেকে আড়াল করা হয়, গণতন্ত্র তখন হয়ে ওঠে সোনার পাথরবাটি।  
কংগ্রেস আমলের টুজি টেলিকম ঘোটালা ছিল পৌনে দু’লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি। কিন্তু মোদির আমলে নিঃশব্দে যত কেলেঙ্কারি হয়েছে, তা যোগ করলে সম্ভবত ট্রিলিয়নে হিসাব করতে হবে। মোদি জমানায় শুধু ব্যাঙ্ক জালিয়াতির পরিমাণই প্রায় সাড়ে ৫ লক্ষ কোটি টাকা। তার ফলে আমরা দেখলাম, শুধু চুরির জন্যই একটা দেশের ব্যাঙ্কিং সিস্টেম প্রায় ভেঙে পড়ল! অসহায় মোদি সরকার যেন শুধু বিভিন্ন ব্যাঙ্কের ভাঙাগড়ার রং মিলান্তি খেলছে। ওসব ব্যাঙ্ক সংযুক্তিকরণের ধাপ্পাবাজি দিয়ে যে ব্যাঙ্কিং সিস্টেমের পুনরুজ্জীবন সম্ভব নয়, সেটা প্রধানমন্ত্রী ভালোই বোঝেন। তবু ভঙ্গি দিয়ে চোখ ভোলানোর এই খেলা ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত চলবে। এছাড়া উপায় নেই তাঁর। বিভিন্ন রাজ্যে গেরুয়ার ফিকে হয়ে আসা, দেশের মধ্যেই বিজেপি বিরোধী হিন্দুত্বের উত্থান এবং বিভিন্ন রাজ্যের ভোটে একের পর এক পরাজয় দেখে তিনি নিশ্চয় বুঝতে পারছেন, ‘এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী।’ 
আমরা দেখেছি, ব্যাঙ্কের টাকা লুট করে একের পর এক শিল্পপতি দেশ ছেড়ে পালানোর পরও স্বঘোষিত ‘চৌকিদার’ কিছুই করেননি। শুধু ‘ধরে আনব, বেঁধে আনব’ বলে দীর্ঘদিন ধরে টুকিটুকি খেলছেন। নীরব মোদি সহ বেশ কয়েকজন মোদি পদবিধারী এবং মেহুল চোকসি, বিজয় মালিয়ার মতো ব্যক্তিরা যখন সুলতান মামুদের মতো সব কিছু লুটপাট করে পালালেন, তখন মোদি সরকার কি অন্ধ ধৃতরাষ্ট্রের মতো চোখে কাপড় বেঁধে বসেছিল? ২০২১ 
সালে আরবিআই ব্যাঙ্ক জালিয়াতি নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে, সেখানেই দেখা গিয়েছে, মোদি জমানায় ব্যাঙ্ক জালিয়াতি আগের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। 
এখানেই শেষ নয়, সরকারের মূর্খামিতে হদিশ নেই দেশের ৮৮ হাজার কোটি টাকারও। এই মূল্যের নতুন পাঁচশো টাকার নোট প্রকাশ্যে দিনের আলোয় হাপিশ হয়েছে। কেউ তার সন্ধান জানেন না। তার খোঁজও হয়নি। এটা আবার হয় নাকি? সব অপ্রিয় তথ্যকে চাপা দেওয়ার নামই কি তবে রামরাজত্ব? কেউ প্রশ্ন করতে পারবেন না? কেউ জানতে পারবেন না টাকাটা কার পকেটে গিয়ে ঢুকল?
সরকারি ছাপাখানায় নতুন পাঁচশো টাকার নোট ছাপা হল, কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের হাতে সবটুকু গেল না। কোথায় গেল বাকি নোট? মনোরঞ্জন রায় নামে এক ব্যক্তি আরটিআই না করলে পুরো ব্যাপারটা হয়তো চাপাই পড়ে থাকত। অর্থাৎ টাঁকশাল যত নোট ছেপে রিজার্ভ ব্যাঙ্কের কাছে পাঠিয়েছে বলে হিসাব দিয়েছে এবং রিজার্ভ ব্যাঙ্ক যে পরিমাণ নোট গ্রহণ করেছে বলে হিসাব দিয়েছে, তাতেই এই বিপুল পরিমাণ টাকার ঘাপলা দেখা গিয়েছে বলে অভিযোগ। যাঁদের পকেটে টাকা গিয়েছে, এখন দেশের স্বার্থে সেই ছুপা রুস্তমদের খুঁজে বের করা কেন্দ্রীয় সরকারেরই দায়িত্ব। মোদিজি তদন্তে যত ঢিলেমি করবেন, রাষ্ট্রপ্রধান হিসাবে ততই তিনি প্রশ্নের সম্মুখীন হবেন। তাঁর সরকারকেই খুঁজে বের করতে হবে এই টাকা। 
বাংলায় একটা কথা আছে, বাঘের ঘরে ঘোগের বাসা। কয়েক বছর আগে নাকি সিবিআইয়ের হেফাজত থেকে গায়েব হয়ে যায় ১০৩ কেজি সোনা। ২০১২ সালে সিবিআই চেন্নাইয়ে এক অভিযান চালিয়ে প্রায় চারশো কেজি বেআইনি সোনা বাজেয়াপ্ত করেছিল। ২০২০ সালের ডিসেম্বর মাসে অর্থাৎ দেশে কোভিডের ডামাডোলের সময় সকলের অজান্তে একশো কেজিরও বেশি সোনা গায়েব হয়ে যায়। পরে সিবিআই থেকে সাফাই দিয়ে বলা হয়েছিল, সোনার হিসেব করতেই ভুল করেছিলেন অফিসাররা। এও সম্ভব? হ্যাঁ, সবই সম্ভব। বিজেপিরই তো স্লোগান, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়!
এরকম দুর্নীতির তালিকা করলে তা বিশাল হয়ে যাবে। ব্যাপম কেলেঙ্কারির কথা কি আমরা ভুলে গিয়েছি? ভুলিনি রাফাল যুদ্ধবিমান কেনার দুর্নীতির কথাও। দেশের মানুষ মনে রেখেছেন পেগাসাস দুর্নীতির কথাও। এছাড়াও তেলের মূল্যবৃদ্ধি, অমিত-পুত্র জয় শাহের অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি নিয়ে অভিযোগ, ইয়েদুরাপ্পা ও স্মৃতি ইরানির জমি কেলেঙ্কারি নিয়ে অভিযোগ কোথায় যে ধামাচাপা পড়ে রয়েছে কেউই জানেন না। আদানির ফুলে 
ফেঁপে ওঠার পিছনে মোদিজির কোনও আশীর্বাদ আছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। শুধুই প্রশ্ন, কোনও উত্তর মেলে না।
যে শারদ পাওয়ারের দলের বিরুদ্ধে মোদিজি ৭০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে হুঙ্কার ছাড়ছিলেন, রাত পোহাতেই সেই দল ভেঙে তাদের অন্যতম মাথাকে উপ মুখ্যমন্ত্রী করে মহারাষ্ট্রের কুর্সি বাঁচাল বিজেপি। কোন খেলা যে খেলবে কখন, ভাবছ বসে সেই কথাটাই! এটাই বারবার দেখা গিয়েছে। বিভিন্ন রাজ্যে বিজেপি তার শক্তি বাড়ানোর জন্য বারবার কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্তদের হাত ধরে বড় হতে চেয়েছে। কখনও কলঙ্কিতদের সংগঠনের প্রধান করেছে, কখনও তাঁদের বিরোধী নেতা করেছে, আবার কখনও তাঁদের মুখ্যমন্ত্রীও করে দিয়েছে। আর উল্টোদিকে সভায় সভায় মোদিজি বুক বাজিয়ে বলেছেন, তিনিই নাকি দুর্নীতির বিরুদ্ধে একমাত্র গ্যারেন্টার। দুর্নীতির ঠাকুরদাদা বিজেপির নেতারা যখন এসব কথা বলেন, সত্যিই মানুষ হাসেন, তাঁদের করুণা করেন। কেননা কোনও নেতার যদি কথায় ও কাজে মিল না থাকে, তাহলে তাঁর দাম কমতে থাকে। গত সাড়ে নয় বছরে জনসমর্থনের বিচারে মোদিজির দামও অনেকটাই কমে গিয়েছে। সেটা দল, বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস ভালোই বুঝতে পারছে। সেই সঙ্কট থেকেই সঙ্ঘের ভিতরে ঘনঘন বৈঠক চলছে। মোদির আলো ফিকে হয়ে আসায় আরও দমদার ব্যাটারি সম্পন্ন নেতার মুখ খুঁজছে তারা। দু’একজন যোগী আদিত্যনাথের নাম করেছিলেন। কিন্তু তাঁর উপরও দল ভরসা রাখতে পারছে না। কেননা যোগীজির ‘ঠোক দো’ মার্কা নীতি সারা দেশে চালু হলে সমূহ বিপদ। তাই অস্তমান মোদিজির দিকে তাকিয়ে আর একটা ম্যাজিক মুখের সন্ধানে সঙ্ঘ পরিবার। তাঁরাও বুঝেছেন, দুর্নীতির ধুয়ো তুলে আর সিবিআইয়ের ডান্ডাবাজি দিয়ে বেশিদিন মানুষকে বিভ্রান্ত করা যাবে না। সিবিআই তদন্ত মানেই এখন অনেকাংশে ব্যক্তি-নিগ্রহ। তাই বিজেপির উজ্জ্বল প্রদীপের নীচে দিনে দিনে ঘন হয়ে জমছে অন্ধকার। এ এক এমন অন্ধকার, যার কথা ভাবলেই শেক্সপিয়রের ট্রাজেডির নায়কদের পরিণতির কথা মনে পড়ে।
05th  July, 2023
বিশ্বগুরু কোথায়? এখনও তো বিশ্বক্রেতা! 
সমৃদ্ধ দত্ত

হাইভোল্টেজ প্রচারের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট ব্যক্তিগত নৈশভোজে আমন্ত্রণ করেছেন। গত মাসে সেই বিরল দৃশ্য দেখাও গেল আলোকোজ্জ্বল পরিবেশে। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে উচ্চমানের গিফট আদানপ্রদানও হল। বিশদ

মহাকাশ বিজ্ঞানের উজ্জ্বল জ্যোতিষ্ক হতে চলেছে চন্দ্রযান ৩
দেবীপ্রসাদ দুয়ারী

আজকের আকাশ অদ্ভুত মায়াময়। বাতাসে যেন আশ্চর্য আনন্দ। আর কিছুক্ষণের মধ্যে নীল আকাশের বুক চিরে সাদা ধোঁয়ার রাস্তা বেয়ে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান ৩। কোটি কোটি মানুষের আবেগ, বিজ্ঞানীদের বহু রাত জাগা অক্লান্ত পরিশ্রমের ফল চাঁদের আলো দেখবে। বিশদ

বলিউডের ‘প্রোপাগান্ডা’
মৃণালকান্তি দাস

চিন্তায় রয়েছেন হিটলার। জার্মান যুবসমাজের মধ্যে তাঁর প্রভাব দ্রুত বাড়াতে কিছু একটা করতে হবে। মাথায় খেলে গেল ভয়ঙ্কর বুদ্ধি। সিদ্ধান্ত নিলেন বাছাই করা কিছু নাৎসি ভক্ত সিনেমা পরিচালকদের নিয়ে একটা কমিটি গঠন করলে কেমন হয়। যার দায়িত্ব সামলানোর ভার দেওয়া হবে জোসেফ গোয়েবেলসকে। বিশদ

13th  July, 2023
বন্ধ হোক শহিদ বেদির প্রতিযোগিতা
হারাধন চৌধুরী

পশ্চিমবঙ্গে ভোট মানেই গণ্ডগোল, রক্তক্ষয়, হানাহানি, মৃত্যুর মিছিল। পঞ্চায়েত, পুরসভা থেকে বিধানসভা, লোকসভা—কোনও নির্বাচনে এর ব্যতিক্রম খুঁজে পাওয়া যায় না। এই সমস্যা আজকের নতুন নয়। কংগ্রেস জমানা থেকেই। কলকাতা শহরের অলিতে গলিতে এবং বাংলার সর্বত্র এখনও দাঁড়িয়ে রয়েছে সংখ্যাহীন শহিদ বেদি। বিশদ

12th  July, 2023
ব্যক্তিগত আইনগুলির সংস্কারই সমাধান
পি চিদম্বরম

রাষ্ট্রের পলিসির নির্দেশমূলক নীতিগুলির উপর ভারতের সংবিধানে একটি সম্পূর্ণ অধ্যায় রয়েছে। চতুর্থ অধ্যায়ে বর্ণিত ১৮টি অনুচ্ছেদের মধ্যে একটি হল ৪৪ নম্বর। সাম্য ও বৈষম্যহীনতার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হল ৩৮(২) অনুচ্ছেদের নির্দেশ। যেখানে আয়ের বৈষম্য হ্রাস এবং মর্যাদা ও সুযোগ-সুবিধার বৈষম্য দূর করার কথা বলা হয়েছে। বিশদ

10th  July, 2023
ভোটে হিংসা রুখতে নির্বাচন কমিশন ব্যর্থ
হিমাংশু সিংহ

দেদার বোমাবাজি, রক্তপাত, অশান্তির মধ্যেও ‘অবাধ’ নির্বাচন! বাহাত্তরে সিদ্ধার্থ শংকর রায়ের আমল থেকে ৩৪ বছরের বাম শাসন পেরিয়ে আজ পর্যন্ত এটাই এরাজ্যের হকিকত।
বিশদ

09th  July, 2023
আজ বিরোধীদের লড়াই লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে
তন্ময় মল্লিক

আজ পঞ্চায়েত ভোট। রাজ্যের ২২টি জেলার প্রায় ৭৪ হাজার জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। এই নির্বাচনে ক্ষমতা দখল ও ভোগের লড়াইটা একেবারে তৃণমূল স্তরে। তাই রাজনীতির সঙ্গে জড়িয়ে যায় ব্যক্তিগত সম্পর্ক ও রেষারেষি। তার জেরেই মারামারি ও খুনোখুনি মাত্রা ছাড়ায়। বিশদ

08th  July, 2023
রাষ্ট্রের উপেক্ষাই আমাদের ভবিতব্য?
সমৃদ্ধ দত্ত

সাধারণ মানুষের প্রাণের মূল্য নেই! এরকম একটি হা-হুতাশ শোনা যায় মাঝেমধ্যে। আজ থেকে নয়। দীর্ঘদিন ধরেই। সাধারণ মানুষের প্রাণের মতো সাধারণ মানুষের কথারও মূল্য নেই এরকম ভাবাই সঙ্গত ছিল। কিন্তু দেখা যাচ্ছে, সেই অভিযোগ সঠিক নয়। বিশদ

07th  July, 2023
প্রিগোজিনের আয়ু আর কতদিন?
মৃণালকান্তি দাস

জেলিমখান খানগোশভিলির পরিচয় কী? বার্লিনের ক্লিনার টিয়ারগার্টেন পার্কে খুন হওয়ার আগে খানগোশভিলির নাম কে শুনেছে? বিশদ

06th  July, 2023
গণতন্ত্রের খোঁজ মিলল আমেরিকায়
পি চিদম্বরম

আইসল্যান্ডের রাজধানী শহর রেকজাভিক থেকে ৪৮ কিমি পুব দিকে হল অলথিং। এটাকেই বিশ্বের প্রাচীনতম পার্লামেন্ট বা সংসদ বলে মনে করা হয়। অলথিং প্রতিষ্ঠিত হয় ৯৩০ খ্রিস্টাব্দে।
বিশদ

03rd  July, 2023
অশান্ত মণিপুর না বাংলা, আধাসেনা কোথায় যাবে?
হিমাংশু সিংহ

একবার বুকে হাত দিয়ে বলুন তো, আজ জুলাই মাসের প্রথম রবিবারে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর গন্তব্য দেশের ঠিক কোথায় হওয়া উচিত? অগ্নিগর্ভ মণিপুরের চূড়াচাঁদপুর না পাশের ভাঙড়? উপদ্রুত মইরাং না মুর্শিদাবাদের ডোমকল। বিষ্ণুপুর না কোচবিহারের গীতালদহ? বিশদ

02nd  July, 2023
ফেরানো বন্ধ করলেই লাগাম পড়বে গোষ্ঠীদ্বন্দ্বে
তন্ময় মল্লিক

এবার পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থীর সংখ্যা আট হাজারের মতো। বেশিরভাগটাই শাসক দলের বঞ্চিত টিকিট প্রত্যাশী। নির্দল প্রার্থীদের জেতার রেকর্ড তেমন ভালো কিছু নয়। কিন্তু অনেক সময় তাঁরা অন্যের পরাজয়ের কারণ হন। বিশেষ করে গ্রাম পঞ্চায়েতে। নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করাই অধিকাংশ নির্দল প্রার্থীর উদ্দেশ্য। বিশদ

01st  July, 2023
একনজরে
রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ম্যাকাউট) উপাচার্যের দায়িত্ব দেওয়া হল অধ্যাপক গৌতম মজুমদারকে। বৃহস্পতিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপকের কাছে ...

সদ্য শেষ হয়েছে পঞ্চায়েত ভোট। ফলাফলে জেলার বেশ কয়েকটি পঞ্চায়েতে বোর্ড গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু, যতদিন বোর্ড গঠন না হচ্ছে, ততদিন কিছুতেই দু’চোখের পাতা এক করতে পারছে না গেরুয়া শিবিরের নেতারা। ...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরের মধ্যেই অস্বস্তির কাঁটা মণিপুর।  বৃহস্পতিবার তাঁর প্যারিসে পৌঁছনোর আগেই উত্তর-পূর্বের এই রাজ্যের হিংসার  নিন্দা করে প্রস্তাব গৃহীত হল ইউরোপীয় সংসদে। ...

উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি মার্কেটা ভন্ড্রুসোভা ও ওনস জাবিউর। সেমি-ফাইনালে এলিনা ভিতোলিনাকে ৬-৩, ৬-৩ স্ট্রেট সেটে হারালেন চেক প্রজাতন্ত্রের অবাছাই প্লেয়ার মার্কেটা। এই প্রথম অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে খেতাবি লড়াইয়ে নামবেন তিনি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পুরনো রোগের বৃদ্ধিতে স্বাস্থ্যহানির সম্ভাবনা। ব্যবসায় শুভত্ব বজায় থাকবে। আর্থিক প্রগতিও হবে।   ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৫৪: শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য ও শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃতর রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্তর জন্ম
১৯১৮: সুইডেনের চিত্রপরিচালক ইঙ্গমার বার্গম্যানের জন্ম
১৯৩৬: লেখক ধনগোপাল মুখোপাধ্যায়ের মৃত্যু
১৯৬৭: শ্রীলঙ্কান ক্রিকেটার ও রাজনীতিবিদ হাসান তিলকরত্নের জন্ম
১৯৭১: মডেল মধু সাপ্রের জন্ম
১৯৭৫: সুরকার মদন মোহনের মৃত্যু
২০০৩: অভিনেত্রী লীলা চিটনিসের মৃত্যু
২০০৮: বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.১৫ টাকা ৮২.৮৯ টাকা
পাউন্ড ১০৫.০১ টাকা ১০৮.৫৭ টাকা
ইউরো ৮৯.৮৩ টাকা ৯৩.০৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৯,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬০,০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,১০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭৩,৫৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭৩,৬৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৯ আষাঢ় ১৪৩০, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩। দ্বাদশী ৩৫/৩৪ রাত্রি ৭/১৮। রোহিণী নক্ষত্র ৪৩/২৭ রাত্রি ১০/২৭। সূর্যোদয় ৫/৪/১, সূর্যাস্ত ৬/২০/৩৫। অমৃতযোগ দিবা ১২/৮ গতে ২/৪৮ মধ্যে। রাত্রি ৮/২৯  মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ২/৫৫ মধ্যে পুনঃ ৩/৩৮ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ-দিবা ৫/৫৭ গতে ৬/৫০ মধ্যে পুনঃ ৯/২৯ গতে ১০/২২ মধ্যে। বারবেলা ৮/২৩ গতে ১১/৪২ মধ্যে। কালরাত্রি ৯/১ গতে ১০/২২ মধ্যে। 
২৮ আষাঢ় ১৪৩০, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩। দ্বাদশী রাত্রি ৮/১৩। রোহিনীনক্ষত্র রাত্রি ১২/৬। সূর্যোদয় ৫/৪, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ১২/৯ গতে ও ২/৪৯ মধ্যে এবং রাত্রি ৮/৩১ মধ্যে ও ১২/৪৭ গতে ২/৫৬ মধ্যে ও ৩/৩৮ গতে ৫/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৫/৫৬ গতে  ৬/৫০ মধ্যে ও ৯/৩০ গতে ১০/২৩ মধ্যে। বারবেলা ৮/২৪ গতে ১১/৪৩ মধ্যে। কালরাত্রি ৯/৩ গতে ১০/২৩ মধ্যে।   
২৪ জেলহজ্জ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
প্রথম টেস্ট: তৃতীয় দিনে ভারত ৪২১/৫ (ডিক্লেয়ার)

11:12:00 PM

কুনোতে মৃত্যু হল আরও এক চিতার
ফের একটি চিতার মৃত্যু হল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। মৃত ...বিশদ

03:59:23 PM

লেকটাউনে খুনের ঘটনায় গ্রেপ্তার ২
লেকটাউনে দমকল কর্মীকে খুনের ঘটনায় গ্রেপ্তার দু'জন শ্যুটার। তাদের একজনের ...বিশদ

03:57:00 PM

পৃথিবীর কক্ষপথে সফল ভাবে উৎক্ষেপণ হল চন্দ্রযান-৩ এর

03:47:33 PM

শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণ
চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ, শুক্রবার ঠিক ...বিশদ

02:50:04 PM

কাঁচি দিয়ে খুনের চেষ্টা মানিকতলা এলাকায়, গ্রেপ্তার ১

02:38:43 PM