Bartaman Patrika
হ য ব র ল
 

চাঁদের দেশে চন্দ্রযান - ৩

তৃতীয়বার চন্দ্র অভিযানের জন্য ঝাঁপাচ্ছে ভারত। এই প্রয়াস সফল হলে এদেশের মহাকাশ গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। নতুন এই মিশন নিয়ে লিখলেন 
বিনয় মালাকার

 
চাঁদকে নিয়ে বহুকাল থেকেই মানুষের কল্পনার অন্ত নেই। নানা রূপকথা, গল্পে উঠে এসেছে চাঁদের কথা। কখনও আবার কবি কল্পনা করেছেন পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি হিসেবে। পৃথিবীর বাইরের মহাশূন্যের অসীম অপার রহস্য জানার আগ্রহ মানুষের চিরকালের। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ এবং সৌর জগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ। চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের প্রতিবেশী। চাঁদকে ঘিরে মানুষের কল্পনা ও অন্যরকম একটা অনুভূতি জড়িয়ে আছে সেই একেবারে সৃষ্টিলগ্ন থেকেই। 
মানুষের বসবাসের জন্য চাঁদ একেবারেই উপযুক্ত নয়। সেখানে পাতলা একটা বায়ুমণ্ডল আছে। দিনেরবেলায় চাঁদের তাপমাত্রা প্রায় ১৫০ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা প্রায় মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াস। চাঁদে বসবাসের জন্য তাই ভয়ানক এক প্রতিকূল পরিস্থিতি। চাঁদের জন্ম, বিবর্তন ও পৃথিবীর উপর চাঁদের প্রভাব নিয়ে বিজ্ঞানীরা নানা গবেষণা করে চলেছেন। এমনকী, চাঁদে মানুষের জন্য আদৌ বাসস্থান তৈরি করা যায় কি না তা নিয়েও ভাবছেন বিজ্ঞানীরা। 
পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের গড় দূরত্ব প্রায় ৩ লক্ষ ৮৪ হাজার ৩৯৯ কিলোমিটার। চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের এক-চতুর্থাংশের চেয়ে সামান্য বেশি। অর্থাৎ চাঁদ পৃথিবীর প্রায় পঞ্চাশ ভাগের এক ভাগ। চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ বলের মান পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ বলের তুলনায় মাত্র ১৬ শতাংশ। বসবাসের জন্য এত প্রতিকূলতা সত্ত্বেও চাঁদের মাটিতে হেঁটে বেড়ানোর একটা অনুভূতি মানুষ পেতে চায়— আসলে চাঁদ যে মানুষের জন্য এক রহস্যময় উপগ্রহ। আর এই রহস্য উন্মোচনের জন্যই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র এবারের প্রচেষ্টা ‘চন্দ্রযান-৩’। 
চন্দ্রযান-৩ হল ভারতের তৃতীয় চন্দ্র অনুসন্ধান অভিযান। এর আগে ভারত চন্দ্রযান-১ ও চন্দ্রযান-২ নামের দুটি চন্দ্র অন্বেষণ যান চাঁদে পাঠিয়েছিল। ২০০৮ সালের ২২ অক্টোবর শ্রীহরিকোটা থেকে পিএসএলভি-১১ দ্বারা উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-১। এটি সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করে এবং চাঁদের দক্ষিণমেরুতে জলের অস্তিত্ব সহ আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পায়। এটাই চন্দ্রযান-১-এর সবচেয়ে বড় সাফল্য। চন্দ্রযান-১ শুধুমাত্র একটি অরবিটার মিশন ছিল, এতে কোনও ল্যান্ডার বা রোভার ছিল না। অর্থাৎ চন্দ্রযান-১ কিন্তু চাঁদের পৃষ্ঠ স্পর্শ করেনি। 
চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করার লক্ষ্যে ২০১৯ সালের ২২ জুলাই জিএসএলভি মার্ক-৩ রকেট দ্বারা শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-২-কে। আশা ছিল ৬ সেপ্টেম্বর সেটি চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করবে। সব ঠিকঠাকই ছিল। চন্দ্রযান-২-এর অরবিটারটি সফলভাবে চন্দ্রকক্ষে প্রবেশও করে। কিন্তু ৬ সেপ্টেম্বর মধ্যরাতে অবতরণের ঠিক আগের মুহূর্তে চন্দ্রযান-২-এর ল্যান্ডারটি চাঁদের মাটিতে ভেঙে পড়ে এবং ল্যান্ডারের সঙ্গে ইসরোর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। যান্ত্রিক গোলযোগের কারণেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হয়। অবতরণ যানটি সম্ভবত প্রয়োজনের তুলনায় বেশি গতিতে অবতরণের জন্যই হয়তো ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের বুকে আছড়ে পড়ে। 
চন্দ্রযান-৩ হল চন্দ্রযান-২-এর উত্তরসূরি। চন্দ্রযান-৩-এ তিনটি মডিউল থাকছে, ক) প্রোপালশন, খ) ল্যান্ডার ও গ) রোভার। এতে কোনও অরবিটার থাকছে না। প্রোপালশন মডিউল মূলত একটি রকেট (জিএসএলভি মার্ক-৩) যা চন্দ্রযান-৩-কে উৎক্ষেপণ করতে সাহায্য করবে। ল্যান্ডারের কাজ হল চাঁদের কক্ষপথ থেকে রোভারকে চন্দ্রপৃষ্ঠে নামিয়ে আনা। রোভার একটি ছয়চাকা যুক্ত রোবটযান। যেটি চন্দ্রপৃষ্ঠে হেঁটে বেড়াবে এবং গুরুত্বপূর্ণ সব তথ্য ও ছবি পৃথিবীপৃষ্ঠে পাঠাবে। রেডিও তরঙ্গের মাধ্যমে প্রতিটি অংশ যুক্ত থাকবে এবং কাজ করবে। চন্দ্রযান-৩-এর জন্য আলাদা করে কোনও অরবিটার পাঠানো হবে না, চন্দ্রযান-২-এর অরবিটার দিয়েই কাজ হবে। যেহেতু চন্দ্রযান-৩-এ কোনও অরবিটার নেই, তাহলে মহাকাশযানটি চন্দ্রকক্ষে প্রবেশ করবে কীভাবে? পৃথিবীপৃষ্ঠ থেকে যখন কোনও মহাকাশযানকে রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়, মহাকাশযানটি প্রথমে জিও-সিংক্রোনশ ট্রান্সফার অরবিট (জিটিও)-এ পৌঁছায়। জিটিও কক্ষপথের একটি সংযোগকারী স্টেশনের মতো। এরপর অরবিটার মহাকাশযানটিকে গন্তব্যের দিকে নিয়ে যায়। কিন্তু চন্দ্রযান-৩-এ যেহেতু কোনও অরবিটার থাকছে না, তাই এটির ল্যান্ডার সহ রোভারকে চন্দ্রকক্ষে পৌঁছে দেওয়ার জন্য থাকছে একটি সার্ভিস মডিউল। সার্ভিস মডিউলে থাকবে শুধু জ্বালানি আর ইঞ্জিন। থাকবে না কোনও পে লোড, ক্যামেরা ইত্যাদি। জ্বালানি সহ মহাকাশযানটির ওজন প্রায় আড়াই হাজার কেজি। চন্দ্রযান-৩ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চূড়ান্ত পরীক্ষাও হয়ে গিয়েছে। মহাশূন্যে চন্দ্রযানের সমস্ত যন্ত্রপাতি ঠিকমতো কাজ করছে কি না তা দেখার জন্য বিজ্ঞানীরা ইতিমধ্যেই পরীক্ষা করে দেখে নিয়েছেন এবং ফলাফল সন্তোষজনক ছিল। চন্দ্রযান-৩-কে পৃথিবীর তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের বাইরে বেরিয়ে কাজ করতে হবে। মহাকাশের বৃহত্তর তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের সঙ্গে মানিয়ে নিয়ে কর্মক্ষমতা বজায় রাখতে হবে এবং চাঁদের তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র থেকে তথ্য পাঠানোর জন্য সক্রিয় থাকতে হবে। চন্দ্রযান-২-এ যে ভুল হয়েছিল, সেই ভুল যাতে আর না হয় সেদিকে এবার বাড়তি নজর রাখছে ইসরো। তৃতীয় এই চন্দ্র মিশন আরও অনেক বেশি শক্তিশালী। চন্দ্রযান-২-এ শুধু অটো প্রোগ্রামিং ল্যান্ডিং সফটওয়ারই ছিল, ছিল না কোনও ম্যানুয়াল কন্ট্রোল সিস্টেম। চন্দ্রযান-৩-এ বিজ্ঞানীদের হাতে ল্যান্ডিংয়ের জন্য নিয়ন্ত্রণ থাকছে। যদিও রোভার ‘প্রজ্ঞান’ একই রকম থাকছে। 
চন্দ্রযান-৩ ভারতের এক স্বপ্নের প্রকল্প। চাঁদের দক্ষিণ মেরু এখনও মানুষের কাছে অনেকটাই অজানা। চাঁদের এই চির-ছায়াচ্ছন্ন অঞ্চলে জলের অস্তিত্ব থাকতে পারে বলেই বিজ্ঞানীরা মনে করছেন। চাঁদের এই মেরুতেই রয়েছে অনেক গহ্বর— সৌরমণ্ডলের প্রাচীনতম জীবাশ্ম এই গর্তগুলি থেকে পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত যতগুলি চন্দ্রাভিযান হয়েছে তার বেশিরভাগই চাঁদের উত্তর মেরু অথবা নিরক্ষীয় অঞ্চলে হয়েছে। অর্থাৎ চাঁদের দক্ষিণ মেরু এখনও পর্যন্ত অনাবিষ্কৃতই থেকে গিয়েছে। এই অঞ্চলের অজানা তথ্যই আবিষ্কার করবে চন্দ্রযান-৩। চাঁদের যে অংশে চন্দ্রযান-২-এর ল্যান্ডার ‘বিক্রম’ নামার চেষ্টা করেছিল, সেইখানেই অবতরণ করানো হবে চন্দ্রযান-৩-কে। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের জন্য চন্দ্রযান-২-এর সময় লেগেছিল প্রায় ৪৫ দিন। এবার চন্দ্রযান-৩ অবতরণ করতে বেশ কিছুটা কম সময় নেবে। এবারের যাত্রা সফল হলে চাঁদের বুকে অবতরণ করতে পারা চতুর্থ দেশ হবে ভারত (রাশিয়া, আমেরিকা ও চীনের পরে)। চন্দ্রপৃষ্ঠ সম্পর্কে তথ্য সংগ্রহ করা, জল, খনিজ পদার্থের সন্ধান এবং চাঁদে ভূমিকম্প সম্পর্কে তথ্য সংগ্রহ করার 
জন্যই চন্দ্রযান-৩-কে চাঁদের দক্ষিণ মেরুতে পাঠানো হবে।
চন্দ্রযান-৩ ভবিষ্যতে আরও আন্তঃগ্রহ মিশন অবতরণের জন্য ভারতের ক্ষমতা যাচাই করবে এবং প্রদর্শন করবে। তাই আন্তঃগ্রহ অনুসন্ধানের জন্য চন্দ্রযান-৩ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চাঁদের চেয়ে মঙ্গলের পরিবেশ মানুষের বসবাসের জন্য অনেক বেশি উপযোগী বলে মনে করছেন বিজ্ঞানীরা। কারণ, কার্বন-ডাই-অক্সাইড থেকে শুরু করে নাইট্রোজেন, জল ইত্যাদির পরিমাণ মঙ্গলে অনেক বেশি। মঙ্গল গ্রহে শস্য ফলানোর মতো যথেষ্ট সূর্যালোকও রয়েছে। পৃথিবী থেকে মঙ্গলগ্রহে যেতে এখনকার প্রযুক্তিতে প্রায় আট মাস সময় লাগতে পারে। এই যাত্রাপথের মধ্যে যদি চাঁদে বিরতি নেওয়া যায়, তাহলে সেটা ভালোই হবে। তাই মঙ্গলে যাওয়ার জন্য চাঁদের পরিবেশ সম্পর্কে জানাটা খুব জরুরি। চন্দ্রযান-২-এর ব্যর্থতাকে মুছে দিতেই চন্দ্রযান-৩-কে হাতিয়ার করে নতুন করে আশায় বুক বেঁধে চন্দ্র জয়ের স্বপ্ন দেখছে ইসরো তথা ভারত। মহাকাশে ফের একবার বিপ্লব ঘটাতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। 
(লেখক: আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের 
পদার্থবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর)
02nd  July, 2023
আন্দামানের  আগ্নেয়গিরি

আন্দামানের বেশ কিছু দ্বীপে বিস্ময় বৈচিত্র্যের ডালি সাজিয়েছে নানা ধরনের আগ্নেয়গিরি। সমুদ্র ঘেরা দ্বীপের সেই ভয়ংকর সুন্দরের খোঁজ দিলেন  
স্বয়ংদীপ্ত বাগ
বিশদ

09th  July, 2023
মজার দেশের মজার কথা

হোয়াইট নাইট— যেখানে রাতে কখনও পুরোপুরি আঁধার নামে না। বছরের ছ’মাস মাঝরাতেও সূর্যালোক দেখা যায় বেশ কিছু দেশে। তারই খোঁজ নিলেন শান্তনু দত্ত
বিশদ

09th  July, 2023
মুক্তো ম্যাজিক

ম্যাজিক মানেই অজানাকে নতুন করে জানা। ম্যাজিকের অলীক দুনিয়ায় একবার ঢুকে পড়লে ঘোর লাগে চোখে। জাদুর দুনিয়ায় নানা ধাঁধা। প্রতিটাই পরখ করে দেখতে মন চায়। এবার সেই সুযোগই তোমাদের সামনে হাজির করলেন থিম ম্যাজিশিয়ান সোমনাথ দে। তিনি মাসে দুটো করে ম্যাজিক শেখাচ্ছেন তোমাদের। তাঁর থেকে সেই ম্যাজিক বৃত্তান্ত জেনে তোমাদের সামনে হাজির করলেন কমলিনী চক্রবর্তী।
বিশদ

09th  July, 2023
জাতীয়তাবাদের প্রতীক
সোমনাথ সরকার

১৯৩৭ সালের মে মাস। সুভাষচন্দ্র বসু ও তাঁর বন্ধু আইনজীবী নৃপেন মিত্রের উদ্যোগে এলগিন রোডের ‘বসু বাড়ি’তে  যুবদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভাতেই সুভাষচন্দ্র কলকাতার নাগরিকদের সভাসমিতি করার উপযুক্ত প্রেক্ষাগৃহ স্থাপন করার মনোবাসনা ব্যক্ত করেন। বিশদ

02nd  July, 2023
গরমের  ছুটির পর

আহা! শেষমেশ স্কুল খুলল। আমার আনন্দ আর ধরছে না। টানা দেড় মাস ছুটি কাটিয়েছি। দীর্ঘ ছুটির পর স্কুল খোলার প্রথম দিন বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার অনুভূতিটাই আলাদা। বিশদ

25th  June, 2023
ম্যাজিক ম্যাজিক

ম্যাজিক মানেই অজানাকে নতুন করে জানা। ম্যাজিকের অলীক দুনিয়ায় একবার ঢুকে পড়লে ঘোর লাগে চোখে। জাদুর দুনিয়ায় নানা ধাঁধা। প্রতিটাই পরখ করে দেখতে মন চায়। এবার সেই সুযোগই তোমাদের সামনে হাজির করলেন থিম ম্যাজিশিয়ান সোমনাথ দে। তিনি মাসে দুটো করে ম্যাজিক শেখাচ্ছেন তোমাদের। তাঁর থেকে সেই ম্যাজিক বৃত্তান্ত জেনে তোমাদের সামনে হাজির করলেন কমলিনী চক্রবর্তী।
বিশদ

25th  June, 2023
মহাকাশে   চাষবাস
রমলা মুখোপাধ্যায়

মহাকাশে চাষবাস হচ্ছে শুনে আকাশ থেকে পড়ারই কথা! কিন্তু মহাকাশ বিজ্ঞানীদের অদম্য প্রচেষ্টায় মহাকাশে শুধু  সব্জির চাষই নয়, ফুলের চাষও সম্ভব হয়েছে। বিশদ

25th  June, 2023
জগন্নাথের হাঁড়ি
মহুয়া সমাদ্দার

—পিসি, তুমি এত নিশ্চিন্ত হচ্ছ কীভাবে? বাবার  কাছে হাজার পাঁচেক টাকা আছে মোটে। ওই দিয়ে ভাইয়ের  অপারেশন হবে কীভাবে? সকাল না হতেই অতগুলো টাকা আসবে কোত্থেকে? বিশদ

18th  June, 2023
আগুন থেকেই জন্ম সেকুইয়া

পৃথিবী কতই না বৈচিত্র্যে ভরপুর। বিভিন্ন দেশের পুরাণ-গল্পগাথায় নানা ধরনের আগুনখেকো জীবজন্তু রয়েছে। কিন্তু তা বলে বাস্তবেও এমন কিছু আছে নাকি? হ্যাঁ, আছে।  বিশেষ প্রজাতির এক গাছের জীবন-চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আগুন। বিশদ

18th  June, 2023
বিশ্বের  বিস্ময়
চকিতা চট্টোপাধ্যায়

উনিশ মাসের মেয়েটা পৃথিবীটাকে সবেমাত্র দেখতে, শুনতে, চিনতে শিখছিল। আধোআধো উচ্চারণে কয়েকটি মাত্র বুলি— ‘টি’, ‘ওয়াটার’  সবে ফুটে উঠছিল তার মুখে। কিন্তু সেই বিশ্রী অসুখটার পর হঠাৎই এক নিমেষে কোথায় হারিয়ে গেল সেই পৃথিবীটা! ছোট্ট মেয়েটা তার মনের কথাগুলো বোঝাতে পারত না কাউকে। বিশদ

18th  June, 2023
রহস্যে ঘেরা
সোনার শহর

 

দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গলে নাকি আছে সোনার শহর। সেই ‘এল ডোরাডো’ নিয়ে লিখলেন  অনির্বাণ রক্ষিত বিশদ

11th  June, 2023
ফুচকা বিক্রেতা থেকে জাতীয় দলে
রূপকথার নায়ক যশস্বী
সৌগত গঙ্গোপাধ্যায়

ছোট থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছেলেটার। টিভির পর্দায় শচীন তেন্ডুলকর, বিরাট কোহলিদের দেখে বাবাকে হামেশাই সে বলে উঠত, ‘আমিও এইরকম খেলব একদিন। আমাকেও টিভিতে দেখাবে।’ উত্তরপ্রদেশের সুরিয়াবান গ্রামের ভূপেন্দ্র জয়সওয়াল অবশ্য শুরুতে বিষয়টিকে পাত্তা দেননি। বিশদ

11th  June, 2023
মিল্ক ভ্যানিশ

ম্যাজিক মানেই অজানাকে নতুন করে জানা। ম্যাজিকের অলীক দুনিয়ায় একবার ঢুকে পড়লে ঘোর লাগে চোখে। জাদুর দুনিয়ায় নানা ধাঁধা। প্রতিটাই পরখ করে দেখতে মন চায়। এবার সেই সুযোগই তোমাদের সামনে হাজির করলেন থিম ম্যাজিশিয়ান সোমনাথ দে। তিনি মাসে দুটো করে ম্যাজিক শেখাচ্ছেন তোমাদের। তাঁর থেকে সেই ম্যাজিক বৃত্তান্ত জেনে তোমাদের সামনে হাজির করলেন কমলিনী চক্রবর্তী। বিশদ

11th  June, 2023
জীব সংরক্ষণে 
প্রযুক্তি

আগামী কাল, সোমবার বিশ্ব পরিবেশ দিবস। এই বিরাট পৃথিবী জীব বৈচিত্র্যে পরিপূর্ণ। বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে চলছে জীব সংরক্ষণের চেষ্টা। বিজ্ঞানের সেই অগ্রগতির গল্প শোনালেন উৎপল অধিকারী। বিশদ

04th  June, 2023
একনজরে
আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় সম্প্রতি জিএসটিকে আনা হয়েছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এর ফলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সরাসরি নাক গলাতে পারবে জিএসটি নেটওয়ার্কে। সেখান থেকে তারা তথ্য নিতে পারবে।  ...

পাঞ্জাবি বদলের মধ্যেই কি লুকিয়ে রয়েছে ব্যালট গেলার নেপথ্য রহস্য? গণনাকেন্দ্রের বাইরে গিয়ে নিমেষে কেন পোশাক বদল করলেন তৃণমূলের সেই প্রার্থী? যখন কাগজের মণ্ড মুখে পুরেছিলেন, তখন তাঁর পাঞ্জাবির রং ছিল সবুজ। ...

২০২২ সালের মে মাস থেকে রিজার্ভ ব্যাঙ্ক ধাপে ধাপে রেপো রেট বাড়িয়ে গিয়েছে। একবছরের মধ্যে তা বেড়েছে আড়াই শতাংশ। তার প্রভাব সরাসরি পড়েছে সব ধরনের ...

উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি মার্কেটা ভন্ড্রুসোভা ও ওনস জাবিউর। সেমি-ফাইনালে এলিনা ভিতোলিনাকে ৬-৩, ৬-৩ স্ট্রেট সেটে হারালেন চেক প্রজাতন্ত্রের অবাছাই প্লেয়ার মার্কেটা। এই প্রথম অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে খেতাবি লড়াইয়ে নামবেন তিনি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পুরনো রোগের বৃদ্ধিতে স্বাস্থ্যহানির সম্ভাবনা। ব্যবসায় শুভত্ব বজায় থাকবে। আর্থিক প্রগতিও হবে।   ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৫৪: শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য ও শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃতর রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্তর জন্ম
১৯১৮: সুইডেনের চিত্রপরিচালক ইঙ্গমার বার্গম্যানের জন্ম
১৯৩৬: লেখক ধনগোপাল মুখোপাধ্যায়ের মৃত্যু
১৯৬৭: শ্রীলঙ্কান ক্রিকেটার ও রাজনীতিবিদ হাসান তিলকরত্নের জন্ম
১৯৭১: মডেল মধু সাপ্রের জন্ম
১৯৭৫: সুরকার মদন মোহনের মৃত্যু
২০০৩: অভিনেত্রী লীলা চিটনিসের মৃত্যু
২০০৮: বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.১৫ টাকা ৮২.৮৯ টাকা
পাউন্ড ১০৫.০১ টাকা ১০৮.৫৭ টাকা
ইউরো ৮৯.৮৩ টাকা ৯৩.০৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৯,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬০,০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,১০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭৩,৫৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭৩,৬৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৯ আষাঢ় ১৪৩০, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩। দ্বাদশী ৩৫/৩৪ রাত্রি ৭/১৮। রোহিণী নক্ষত্র ৪৩/২৭ রাত্রি ১০/২৭। সূর্যোদয় ৫/৪/১, সূর্যাস্ত ৬/২০/৩৫। অমৃতযোগ দিবা ১২/৮ গতে ২/৪৮ মধ্যে। রাত্রি ৮/২৯  মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ২/৫৫ মধ্যে পুনঃ ৩/৩৮ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ-দিবা ৫/৫৭ গতে ৬/৫০ মধ্যে পুনঃ ৯/২৯ গতে ১০/২২ মধ্যে। বারবেলা ৮/২৩ গতে ১১/৪২ মধ্যে। কালরাত্রি ৯/১ গতে ১০/২২ মধ্যে। 
২৮ আষাঢ় ১৪৩০, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩। দ্বাদশী রাত্রি ৮/১৩। রোহিনীনক্ষত্র রাত্রি ১২/৬। সূর্যোদয় ৫/৪, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ১২/৯ গতে ও ২/৪৯ মধ্যে এবং রাত্রি ৮/৩১ মধ্যে ও ১২/৪৭ গতে ২/৫৬ মধ্যে ও ৩/৩৮ গতে ৫/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৫/৫৬ গতে  ৬/৫০ মধ্যে ও ৯/৩০ গতে ১০/২৩ মধ্যে। বারবেলা ৮/২৪ গতে ১১/৪৩ মধ্যে। কালরাত্রি ৯/৩ গতে ১০/২৩ মধ্যে।   
২৪ জেলহজ্জ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
প্রথম টেস্ট: তৃতীয় দিনে ভারত ৪২১/৫ (ডিক্লেয়ার)

11:12:00 PM

কুনোতে মৃত্যু হল আরও এক চিতার
ফের একটি চিতার মৃত্যু হল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। মৃত ...বিশদ

03:59:23 PM

লেকটাউনে খুনের ঘটনায় গ্রেপ্তার ২
লেকটাউনে দমকল কর্মীকে খুনের ঘটনায় গ্রেপ্তার দু'জন শ্যুটার। তাদের একজনের ...বিশদ

03:57:00 PM

পৃথিবীর কক্ষপথে সফল ভাবে উৎক্ষেপণ হল চন্দ্রযান-৩ এর

03:47:33 PM

শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণ
চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ, শুক্রবার ঠিক ...বিশদ

02:50:04 PM

কাঁচি দিয়ে খুনের চেষ্টা মানিকতলা এলাকায়, গ্রেপ্তার ১

02:38:43 PM