Bartaman Patrika
শিক্ষা-কেরিয়ার
 

চিকিৎসা ক্ষেত্রে সফল কেরিয়ার
গড়তে প্যারামেডিক্যাল কোর্স

বর্ণালী ঘোষ: বর্তমান সামাজিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য পরিষেবা। এই পরিষেবায় চিকিৎসকের পরামর্শ ছাড়াও আমাদের নির্ভর করতে হয় প্যারামেডিক্যাল স্টাফদের উপর। এই গুরুত্বপূর্ণ পরিষেবায় নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগও বেশি। স্বাস্থ্য পরিষেবায় নিজকে যুক্ত করতে পড়ে নেওয়া যায় বেশ কিছু প্যারামেডিক্যাল বিষয়। তার মধ্যে ব্যাচেলর ডিগ্রি, ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সও রয়েছে।
ব্যাচেলর ডিগ্রি যেগুলি পড়ে নেওয়া যায় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের অধীন প্রতিষ্ঠান থেকে। 

বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি 
অপারেশন থিয়েটারের অ্যানাস্থেশিয়া টেবিল, ইনস্ট্রুমেন্ট দেখভাল করা, ড্রেসিং-এর ব্যবস্থা করা, অপারেশন থিয়েটারের বাইরে এবং ভিতরের ম্যানেজমেন্ট অপারেশন থিয়েটার টেকনোলজিস্টের হাতে থাকে। এই বিষয় নিয়ে পড়ে নেওয়া যায় ওটি টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান এবং অ্যানাস্থেশিয়া টেকনিশিয়ান।

বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি
জরুরি অবস্থায় যে সকল রোগী হাসপাতালে আসে তাদের পর্যবেক্ষণ করা, জরুরি তথ্য সংগ্রহ করা, সেগুলি চিকিৎসকের হাতে তুলে দেওয়া এবং বিষয়গুলি নিয়ে আলোচনা করেন এই টেকনোলজিস্টরা। সরকারি এবং বেসরকারি উভয় হাসপাতালেই এই টেকনোলজিস্টদের চাহিদা খুব বেশি। বিএসসি ইন মেডিক্যাল মাইক্রোবায়োলজি
মানুষের শরীরের উপর বিভিন্ন ধরনের জীবাণুর প্রভাব কেমন হতে পারে মেডিক্যাল মাইক্রোবায়োলজি হাতে কলমে তা শেখায়। এটিও ল্যাবরেটরির কাজ।

বিএসসি ইন পারফিউশন টেকনোলজি 
চিকিৎসা পদ্ধতি চলাকালীন হার্ট, ফুসফুসের পরিস্থিতি পর্যবেক্ষণের সময় ব্যবহৃত যন্ত্রপাতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকে পারফিউশন টেকনোলজিস্ট। এছাড়া এই বিষয়টিতে ফিজিওলজি, প্যাথোলজি নিয়ে পড়তে হয়। কার্ডিওভাসকুলার সার্জারিতে পারফিউশনিস্টদের চাহিদা থাকে।

বিএসসি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টশিপ
চিকিৎসকদের সাহায্যকারী হিসাবে এই বিষয়টি নিয়ে পড়া যায়। এছাড়াও বিষয়টি নিয়ে পড়লে হসপিটাল ম্যানেজমেন্টের অংশ হওয়া যায়।

ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন
হসপিটালের প্রশাসনিক দিকটি সঠিকভাবে পরিচালনার জন্য এই বিষয়টি পড়তে হয়। সরকারি হাসপাতালে বিভন্ন পদে যোগ দেওয়া যায় এই বিষয়টি নিয়ে পড়লে। বেসরকারি হাসপাতালে প্রশাসনিক পদ ছাড়াও ফ্লোর ম্যানেজার, পাবলিক রিলেশন ম্যানেজার সহ বিভিন্ন পদে যোগ দেওয়া যায়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বিষয়টি নিয়ে মাস্টার্স করার সুযোগ রয়েছে।

ব্যাচেলর ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি
বিভিন্ন ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে শারীরিক অসুবিধার কারণ নির্দিষ্ট করে চিকিৎসার সুবিধা করে দেন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্টরা। সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে প্রচুর কাজের সুযোগ রয়েছে।

ব্যাচেলর অব অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি
কানে শোনা বা সেই সংক্রান্ত কোনও অসুবিধা হলে কথা বলতে পারার সমস্যাও তৈরি হয় বাচ্চাদের। আঘাতজনিত বা শারীরিক কারণে শোনার অসুবিধা হতে পারে। এই অসুবিধায় সাহায্য করার জন্য রয়েছেন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট। কাজের সুযোগ রয়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি ক্লিনিকে।

ব্যাচেলর অব অকুপেশনাল থেরাপি 
কোনও ধরনের দুর্ঘটনা বা শারীরিক অসুবিধার জন্য রোগীর মানসিক বা শারীরিক অক্ষমতা, আঘাত, দুর্বলতা বা অঙ্গহানি হলে তাদের পুনর্বাসনের জন্য এই থেরাপিস্টরা কাজ করেন। 

ব্যাচেলর অব ফিজিওথেরাপি­
শুধুমাত্র ওষুধের ওপর নির্ভর না করে ফিজিওথেরাপির মাধ্যমে নানা রোগ উপশমের ব্যবস্থা করা হচ্ছে। হাতে ব্যথা, ফ্রোজেন সোলডার, লো ব্যাক পেন, আঘাত জনিত ব্যথা সব ধরনেই এগিয়ে রয়েছে ফিজিওথেরাপি।
ফিজিওথেরাপি নিয়ে ডিপ্লোমা পড়া যায় আবার জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ডিগ্রিও করে নেওয়া যায়।
কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করে বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা করে নেওয়া যায়। আবার ইংরেজি, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ এবং উচ্চ মাধ্যমিকে মাতৃভাষা বা একটি ফিফথ সাবজেক্ট থাকলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসা যায়। এই পরীক্ষায় পাশ করলে ফিজিওথেরাপি নিয়ে ডিগ্রি করে নেওয়া যায়।

ব্যাচেলর অব প্রস্থেসিস অ্যান্ড অর্থোটিক্স
প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গর ব্যবহার সংক্রান্ত বিষয় এটি। 

ব্যাচেলর অব ভিশন সায়েন্সেস অ্যান্ড অপ্টোমেট্রি 
চোখ এবং দৃষ্টি সংক্রান্ত প্রাথমিক চিকিৎসা করে থাকেন অপ্টোমেট্রিস্টরা। চশমা দেওয়া, চোখের রোগ নির্ণয় এবং তার চিকিৎসার বন্দোবস্ত করেন অপ্টোমেট্রিস্টরা।
প্রাইভেট প্র্যাকটিস, গ্রুপ প্র্যাকটিস অর্থাৎ এমবিবিএস, এমডি, বিডি ডাক্তারদের সঙ্গে যুক্ত থেকে চক্ষু হাসপাতালে বা অন্য হাসপাতালে চক্ষু বিভাগে এবং চক্ষু পরীক্ষালয় বা চক্ষু পরীক্ষাকেন্দ্রে কাজ করার সুযোগ পাওয়া যায়। কন্ট্যাক্ট লেন্স বা অপথ্যালমিক লেন্স শিল্পে পেশাদার কর্পোরেট ম্যানেজার হিসাবে, রিটেল অপটিক্যাল চেন বিজনেসগুলির শোরুম ম্যানেজার রূপে, ভিশন থেরাপিস্ট, ক্লিনিক্যাল রিসার্চ, স্পোর্টস ভিশন স্পেশালিস্ট হিসাবেও কাজের চাহিদা আছে। 
আরেকটি কোর্স অপ্টোমেট্রি বা ভিশন সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার পর মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজির সেট পরীক্ষা দিয়ে পড়ে নেওয়া যায়। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজির স্বীকৃত বেশ কয়েকটি প্রতিষ্ঠানও বিষয়টি পড়িয়ে থাকে।
বিষয়টি নিয়ে ডিপ্লোমা করা যায়। আবার রয়েছে মাস্টর্স করার সুযোগও।

বিএসসি ইন টেলিমেডিসিন অ্যান্ড ডিজিটাল হেলথ
কোভিড সময়ে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে এই টেলিমেডিসিন। এই ধরনের সুযোগ বিদেশ থেকেও পাওয়া যায় টেলিমেডিসিনের মাধ্যমে।  মৌলনা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি থেকে  বিষয়টি নিয়ে ৩ বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটি করে নেওয়া যায়।  পড়া শেষে কাজ করা যায় —এন্ট্রি লেভেল ডিজিটাল প্রোডাক্ট এক্সিকিউটিভ, অ্যাসোসিয়েট মেডিক্যাল রাইটার, ডিজিটাল হেলথ ডেটা অ্যানালিসিস, আপারেশন এক্সিকিউটিভ, ডিজিটাল হেলথ এডুকেটর এরকম বিভিন্ন শাখায়।
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্যারামেডিক্যাল কোর্সের মধ্যে ব্যাচেলর অব ফিজিওথেরাপি, ব্যাচেলর অব মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি ইন অপারেশন থিয়েটর টেকনোলজি, বিএসসি ইন পারফিউশন টেকনোলজি, বিএসসি ইন ফিজিশিয়ন অ্যাসিস্ট্যান্ট, বিএসসি ইন মেডিক্যাল মাইক্রোবায়োলজি, ব্যাচেলর অব ভিশন সায়েন্স অ্যান্ড অপ্টোমেট্রি এবং ব্যাচেলর অব হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ার জন্য ‘জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস’ (JENPAS)-এর  আয়োজন করে থাকে। 
প্যারামেডিক্যালের বেশ কিছু বিষয় স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অব ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান থেকে পড়িয়ে থাকে। 
প্রতিটি কোর্সের সময়সীমা ২ বছর। কোর্স শেষে ৬ মাসের কম্পালসারি ট্রেনিং। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। বিষয়গুলি নিয়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানে পড়ার সুযোগ রয়েছে। বিশদ জানতে লগঅন করতে পারেন— www.smfwb.in 
মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজির সেন্টার ফর কোলাবরেটিভ প্রোগ্রামস, ট্রেনিং অ্যান্ড রিসার্চ ( CCPTR) বেশ কিছু বিষয়ের উপর সার্টিফিকেট  এবং ডিপ্লোমা কোর্স করাচ্ছে।
13th  June, 2023
জাহাজের চাকরি যাদের লক্ষ্য

উচ্চমাধ্যমিক /আইএসসি/ সিবিএসসি ক্লাস টুয়েলভ বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে উপস্থিত হতে হয় জীবনের এক মহা সন্ধিক্ষণে। বেছে নিতে হয় স্বপ্নপূরণের কোনও একটি বিশেষ পথকে—যে পথে আছে সুনিশ্চিত ভবিষ্যৎ আর অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের হাতছানি। বিশদ

11th  July, 2023
জেনেটিক্স পড়লে কাজের সুযোগ

এখন আর শুধু প্রথাগত ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং নয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন বিষয় নিয়ে পড়ার আগ্রহ ক্রমশ বাড়ছে। এরকমই একটি বিষয় জেনেটিক্স। আজ আমরা এমন কিছু খাবার খাচ্ছি বা জামাকাপড় পরছি, অনেক ক্ষেত্রে তার পিছনে জেনেটিক্সের প্রয়োগ রয়েছে। বিশদ

11th  July, 2023
ইঞ্জিনিয়ারিংয়ে কম্পিউটার সায়েন্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল
অর্পণ সেনগুপ্ত

ইঞ্জিনিয়ারিংয়ের কাউন্সেলিং শুরু হতে আর বেশি দেরি নেই। এই অবস্থায় কোন শাখায় ইঞ্জিনিয়ারিং পড়লে ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ভাবনা কম নয়। বিশেষজ্ঞরা অন্তত একটি বিষয়ে একমত, বর্তমানে তো বটেই, অদূর ভবিষ্যতেও কম্পিউটার সায়েন্সের বিভিন্ন শাখার উপর বাজি ধরা যেতে পারে। বিশদ

27th  June, 2023
হেলথকেয়ার কাউন্সিলরের চাহিদা বাড়ছে
বর্ণালী ঘোষ

ফ্রাসট্রেশন, ডিপ্রেশন, মানসিক চাপ নেওয়ার ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই দ্বারস্থ হন চিকিৎসকের। তবে এধরনের সমস্যা সাইকোলজিক্যাল কাউন্সিলিং­-এ অনেকটা সারিয়ে তোলা সম্ভব হয়। বিশদ

27th  June, 2023
স্বাস্থ্য পরিষেবায় চাকরির সুযোগ

হসপিটাল ম্যানেজমেন্টের গুরুত্ব বরাবরের। আগেকার সময়ে হাসপাতালের সিনিয়র ডাক্তাররা ম্যানেজমেন্টের বিভিন্ন দিক সামলাতেন। তখন সরকারি এবং বেসরকারি হাসপাতাল থাকলেও সাধারণ হাসপাতাল, স্পেশালিটি হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালের ধারণা ছিল না। বিশদ

27th  June, 2023
সামনে প্রচুর সম্ভাবনা, উজ্জ্বল ভবিষ্যৎ
গড়তে পড়তেই হবে ইঞ্জিনিয়ারিং

রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হয়ে গিয়েছে। এবার শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া। কেউ সরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবেন। আবার কেউ পাবেন না। তবে বেসরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো চাকরি মিলবে না, এমন ধারণা সম্পূর্ণ মিথ্যা। বিশদ

30th  May, 2023
হোটেল ম্যানেজমেন্ট পড়লে
চাকরির সুবর্ণ সুযোগ

জল ছাড়া যেমন মাছ থাকতে পারে না, তেমনি বাইরে ঘুরতে বা অফিসের কাজে গেলে হোটেল ছাড়া থাকা কার্যত অসম্ভব। আর সেখানে খাওয়াদাওয়া থেকে শুরু করে সমস্ত সুখ-স্বাচ্ছন্দ্যের যাবতীয় দায়িত্ব থাকে হোটেলের কর্মী-আধিকারিকদের উপর। বিশদ

30th  May, 2023
স্রেফ পঠনপাঠন নয়, খোঁজ নিন
স্কুলের সার্বিক পরিকাঠামোরও

 

স্রেফ মুখ গুঁজে পড়ে পুঁথিগত জ্ঞান আহরণ আধুনিক শিক্ষাব্যবস্থার শর্ত নয়। খেলাধুলা, গান, নাচ, কারাটে-জুডোর মতো আত্মরক্ষার কৌশল শেখার সুযোগও স্কুলে থাকা আবশ্যক। বিশদ

17th  February, 2023
কোন বোর্ড, বাছাইয়ের দায়িত্ব অভিভাবকেরই

অনেকটা রাম জন্মের আগেই রামায়ণ লেখার মত। বাচ্চা বড় হওয়ার আগে তাদের কোন পেশায় পাঠানো হবে তা ঠিক করে ফেলেন অনেক বাবা-মা। হাতেখড়ির আগে ঠিক হয়ে যায়, কোন বোর্ডে তাদের পড়ানো হবে। বিশদ

17th  February, 2023
এখন গ্রামাঞ্চলেও মধ্যবিত্তের
আয়ত্তে ইংরেজি মাধ্যম স্কুল

মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তির বেশিরভাগটাই তৈরি হয় স্কুলজীবনে। একটি ভালো স্কুল একটি ছাত্র বা ছাত্রীকে প্রকৃত মানুষ এবং সফল পেশাদার হওয়ার দিকে অনেকটাই এগিয়ে দেয়। তাই শিশুদের জন্য উপযুক্ত স্কুল বাছাই খুব জরুরি। বিশদ

17th  February, 2023
ইংরেজি মাধ্যমে পড়াতে হলে 
প্রথমে জরুরি স্কুল বাছাই,
তারপর সঠিক প্রস্তুতি

কিন্ডারগার্টেন থেকেই বাচ্চাদের ভর্তি নেওয়া শুরু হয়  ইংরেজি মাধ্যম স্কুলে। কোভিডের কারণে গত দু’বছর ইন্টারনেট ছিল শিক্ষাদানের মূল মাধ্যম।
বিশদ

22nd  November, 2022
সিবিএসই না আইসিএসই
কার অধীনে বাচ্চা থাকবে
সিদ্ধান্ত নিতে হবে অভিভাবককে

নয়ের দশকের শেষে বলিউডের সুপারহিট এক সিনেমার সংলাপ ছিল, ‘হাম একবার জিতে হ্যায়, একবার মরতে হ্যায়।’ একটু বদলে বলা যায়, আমরা একবারই স্কুলে পড়ি, একটি বোর্ডেরই অধীনে থাকি।
বিশদ

22nd  November, 2022
ব্যবসা-বাণিজ্যর ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা

কাজের বাজারের প্রতিযোগিতায় সকল সময় এগিয়ে থাকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্ট কোর্স শেষ করা শিক্ষার্থীরা। অ্যাডমিনিস্ট্রেশনের কাজ শিখে নেওয়ার জন্য অনায়াসে কোনও প্রতিষ্ঠানের রাশ সহজে ধরে নিতে পারে বিজনেস অ্যাডমিনিস্ট্রেটররা। বিশদ

15th  July, 2022
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ভরতি
মেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসে
বর্ণালী ঘোষ

উচ্চমাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ার পর অনেকেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেন, সেটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং নয়। অনেকগুলি বিষয় আছে যেগুলি জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পড়া যায়। আগে ডাক্তারি পড়ার জন্যও জয়েন্ট এন্ট্রাসের ব্যবস্থা ছিল। এখন সেখানে রয়েছে মেডিক্যাল অ্যান্ড অ্যাল্যায়েড সায়েন্সেস। বিশদ

06th  July, 2022
একনজরে
এমার্জিং এশিয়া কাপে ভারতীয় ‘এ’ দলের দুরন্ত ফর্ম অব্যাহত। শুক্রবার সেমি-ফাইনালে বাংলাদেশকে ৫১ রানে হারিয়ে ফাইনালে উঠলেন যশ ধুলরা। টস হেরে প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া তোলে ২১১ ...

রাধিকাপুর এক্সপ্রেসে বার্থ রিজার্ভেশন করেও ট্রেনে উঠতে পারলেন না পরিযায়ী শ্রমিকরা। কেউ যাবেন হায়দ্রাবাদ, কেউ যাবেন বিজয়ওয়াড়া। পঞ্চায়েত ভোট দিতে তাঁরা প্রত্যেকেই নিজেদের গ্রামের বাড়িতে এসেছিলেন। ...

জমি বিতর্কে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছিলেন মার্কিন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ ইউজিন স্টিগলিটস। সেই খবর প্রকাশিত হতেই বুদ্ধিজীবীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে শুক্রবার বিবৃতি দিলেন বিশ্বভারতী ...

ফের পৃথিবীর বুকে মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়েও গভীর গর্ত খোঁড়ার কাজ শুরু করল চীন। এবারের উদ্দেশ্য, ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার থেকে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক ধর্মকর্ম পালনে সক্রিয় অংশ গ্রহণ। সন্তানের কর্মসাফল্যে গর্ব। গবেষণায় অগ্রগতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৪: সাহিত্যিক প্যারীচাঁদ মিত্রের জন্ম
১৮৪৭: সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম
১৯১২: ইংল্যান্ডে ইন্ডিয়া সোসাইটি কর্তৃক রবীন্দ্রনাথের সংবর্ধনা
১৯১৮: প্রথম ভারতীয় যুদ্ধবিমানের পাইলট ইন্দ্রলাল রায়ের মৃত্যু (প্রথম বিশ্বযুদ্ধে)
১৯২২: বিশিষ্ট লোকগীতি গায়ক নির্মলেন্দু চৌধুরীর জন্ম
১৯২৩: অভিনেত্রী সুমিত্রা দেবীর জন্ম, যিনি অভিনয় দিয়ে বাংলা আর হিন্দি উভয় চলচ্চিত্রকেই সমৃদ্ধ করেছেন
১৯২৩: সঙ্গীতশিল্পী মুকেশের জন্ম
১৯৪৬ : ব্রিটেনে পাওরুটির রেশন চালু
১৯৪৭: ভারতের গণ পরিষদে তেরঙা ভারতের জাতীয় পতাকা বা রাষ্ট্রীয় ধ্বজা হিসাবে গৃহীত হয়
১৯৪৮: চিত্রশিল্পী হেমেন্দ্র মজুমদারের মৃত্যু
১৯৭০: রাজনীতিবিদ দেবেন্দ্র ফড়নবিশের জন্ম
১৯৭৯: অভিনেত্রী মান্যতা দত্তর জন্ম
১৯৮৬: অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর মৃত্যু
১৯৯৮: নাট্য সম্রাজ্ঞী সরযূবালা দেবীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.২০ টাকা ৮২.৯৪ টাকা
পাউন্ড ১০৩.৬৯ টাকা ১০৭.২৩ টাকা
ইউরো ৮৯.৭৩ টাকা ৯২.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৯,৮৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬০,১৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,২০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭৪,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭৪,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ শ্রাবণ, ১৪৩০, শনিবার, ২২ জুলাই ২০২৩। চতুর্থী দিবা ৯/২৭। পূর্বফল্গুনী নক্ষত্র অপঃ ৪/৫৯ সূর্যোদয় ৫/৭/১৮, সূর্যাস্ত ৬/১৮/৩৬। অমৃতযোগ দিবা ৯/৩১ গতে ১/২ মধ্যে।  রাত্রি ৮/২৮ গতে ১০/৩৮ মধ্যে পুনঃ ১২/৫ গতে ১/৩১ মধ্যে পুনঃ ২/১৪ গতে ৩/৪১ মধ্যে। বারবেলা ৬/২৬ মধ্যে পুনঃ ১/২২ গতে ৩/১ পুনঃ ৪/৪০ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৪০ মধ্যে পুনঃ ৩/৪৬  গতে উদয়াবধি। 
৫ শ্রাবণ, ১৪৩০, শনিবার, ২২ জুলাই ২০২৩। চতুর্থী দিবা ৬/৩২। পূর্বফল্গুনীনক্ষত্র দিবা ৩/৬ । সূর্যোদয় ৫/৬, সূর্যাস্ত ৬/২২। অমৃতযোগ দিবা ৯/৩৩ গতে ১২/৫৯ মধ্যে এবং রাত্রি ৮/২২ গতে ১০/৩৫ মধ্যে ও ১২/৪ গতে ১/৩৪ মধ্যে ও ২/১৭ গতে ৩/৪৬ মধ্যে। কালবেলা ৬/৪৫ মধ্যে ও ১/২৩ গতে ৩/৩ মধ্যে ও ৪/৪২ গতে ৬/২২ মধ্যে। কালরাত্রি ৭/৪২ মধ্যে ৩/৪৫ গতে ৫/৬ মধ্যে।  
২ মহরম

ছবি সংবাদ

এই মুহূর্তে
মণিপুর ইস্যু নিয়ে রাজ্য বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার সম্ভাবনা
মণিপুর ইস্যু নিয়ে নিন্দা প্রস্তাব আনা হতে পারে রাজ্য বিধানসভায়। ...বিশদ

04:33:00 PM

মেসিকে টপকে শীর্ষে রোনাল্ডো
লিও মেসিকে টপকে গেলেন ক্রিশ্চিয়ানা রোনাল্ডো। ইনস্টাগ্রাম পোস্টে এই মুহূর্তে ...বিশদ

03:50:07 PM

বোর্ড ঝুলিয়ে বিপাকে
‘দলিতদের মন্দিরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ।’ নিজের জমিতে নির্মিত মন্দিরে এমন ...বিশদ

03:18:24 PM

২৪ জুলাই থেকে রাজ্য বিধানসভায় অধিবেশন
আগামী ২৪ জুলাই, সোমবার থেকে রাজ্য বিধানসভায় অধিবেশন বসছে। সেই ...বিশদ

02:58:24 PM

উত্তরাখণ্ডে পথ দুর্ঘটনায় মৃত ১, জখম ২৪
উত্তরাখণ্ডে পথ দুর্ঘটনায় মৃত ১ শ্রমিক। গুরুতর জখম ২৪। আজ, ...বিশদ

02:53:21 PM

রাস্তায় গোরু, শাস্তি
বাড়ির গবাদি পশু রাস্তায় ঘুরলে জুতোপেটা করা হবে মালিককে। দিতে ...বিশদ

02:13:20 PM